২০০৪ সালে দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটির কর্মীদের মাঝে নানা মেরুকরণ পরিলক্ষিত হয়। কমিশন নিয়োজিত কর্মকর্তাদেরকে নানাভাবে নিগ্রহের শিকারও হতে হয় বিভিন্ন সময়। ফলশ্রুতিতে দুদকের সকল কর্মকর্তা-কর্মচারিকে একটি প্লাটফর্মে আনার প্রয়োজনীয়তা পরিলক্ষিত হয়। তারই প্রেক্ষিতে যাত্রা শুরু করে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন (ডুসা)।
২০২২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন যাত্রা শুরু হয়। সংস্থাটির সভাপতি উপ-পরিচালক মশিউর রহমান ও সাধারণ সম্পাদক উপ-পরিচালক সৈয়দ নজরুল ইসলামের দক্ষ পরিচালনায় ডুসা নানাবিধ প্রশংসনীয় কাজ করে চলেছে।
তারই ধারাবাহিকতায় দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন (ডুসা) এর পক্ষ থেকে আজ বুধবার (৬ নভেম্বর) নবনিয়োগপ্রাপ্ত কোর্ট ইন্সপেক্টরগণকে উষ্ণ অভিনন্দন এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
উক্ত অনুষ্ঠানে ডুসার সভাপতি মো: মশিউর রহমান ও সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাগণ তাদের উপরে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মধ্যে দিয়ে দুর্নীতি দমন কমিশন তথা দেশের দুর্নীতি প্রশমনে কাজ করে যাবে মর্মে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক আশা প্রকাশ করেন।
দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দেশ ও জনগনের কল্যাণ নিশ্চিত করা সম্ভব বলে ডুসা বিশ্বাস করে। ডুসা নেতৃবৃন্দ দুর্নীতি দমন ও প্রতিরোধে দুর্নীতি দমন কমিশনের পাশে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করে।
উল্লেখ্য, বর্তমানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন কৃষি মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। তিনি একসময় ঢাকার বিভাগীয় কমিশনারের দায়িত্ব পালন করেছেন।
দুর্নীতি দমন কমিশনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ডুসার অনাড়ম্বর আয়োজন