শাকিল বাবু, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘প্রি-খ্রিস্টমাস উদযাপন কমিটি’ আদিবাসী ছাত্র সংগঠনের সহায়তায় প্রি-খ্রিস্টমাস উদযাপিত হয়েছে।
শুক্রবার (০১ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে বিশ্ববিদ্যালয়ের চুরুলিয়া মঞ্চে কেক কেটে ‘প্রি-খ্রিস্টমাস’ উদযাপন শুরু হয়। এরপর আলোচনা সভা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি ও ছাত্র উপদেষ্টা শেখ মেহেদী উল্লাহসহ অন্যরা।
আলোচনা সভায় উপস্থিত সকলের প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি বলেন, “এই অনুষ্ঠানটি সকলের মাঝেই বিরাজ করে। পৃথিবীতে কোনো অরাজকতার সৃষ্টি হলেই অবতার রুপে যীশু খ্রিস্টের মতো মানুষ অবতীর্ণ হন। দুর্দশা থেকে আমাদের মুক্ত করেন। আমি আজকের প্রি-খ্রিস্টমাস উদযাপনের আয়োজনের সফলতা কামনা করছি। আপনাদের এই অনুষ্ঠান আয়োজনের চর্চাটাকে ধারাবাহিকভাবে রাখতে চাই। আপনাদের প্রত্যেকটা কাজে পাশে থাকতে চাই।”
বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মেহেদী উল্লাহ বলেন, “আমি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আনন্দিত ও আপনাদের বড় দিনের পূর্বের যে আয়োজন এর সাথে নিজেকে অভিষিক্ত করছি। আমাদের অভিভাবক মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর স্যারের যে শিক্ষা, গবেষণা, উন্নয়ন এই তিনটি বিষয়ের সাথে সাথে সবাই অসাম্প্রদায়িকভাবে সকল কাজে সহযোগিতা করি তাহলে বিশ্ববিদ্যালয়কে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। সেইসাথে আমাদের একটি সুন্দর ক্যাম্পাস তৈরি হবে।”
আদিবাসী ছাত্র সংগঠনের সভাপতি ফ্রাংকো মাজি বলেন, “বাংলাদেশে হাজার বছর ধরে হিন্দু, বৌদ্ধ, মুসলিম ও খ্রিস্টান আমরা একসঙ্গে বসবাস করে আসছি। বড়দিন আমাদের তাৎপর্যপূর্ণ দিন। এ দিনে আমরা সবাই মিলে একসঙ্গে আনন্দ উৎসব করবো। সব মিলিয়েই বড়দিনের তাৎপর্য সার্বজনীন, যা বিরাজ করুক সর্বদা, এমনটাই চাওয়া আমাদের সবার।”
এদিকে অনুষ্ঠানটিতে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের পর পিঠা উৎসবে মেতে উঠে সবাই।