পথে পথে কাটে জীবন
পথে পথে কাটে জীবন
ভারসাম্যহীন শিশুটি মহাসড়কে পাশে শুয়ে আছে, জানে না তার ঠিকানা। মহাসড়কের পাশে শুয়ে থাকায় যে কোন সময় ঘটতে পাড়ে দুর্ঘটনা। রাস্তাই তার জীবনের সব কিছু।
এসব শিশুরা কি পাচ্ছে তাদের শিক্ষা, স্বাস্থ্য সহ অন্যান্য মৌলিক অধিকার? শিশুরা যখন নতুন বই হাতে নিয়ে পাঠ্য বইয়ের সুবাস নেয় তখন এরা পড়ে থাকে রাস্তায়। ঠিক মত পায়না দুই মুঠো ভাত, হতে হয় পদে পদে নির্যাতন শিকার
এসব ভারসাম্যহীন শিশু বেড়ে ওঠে ভয়ংকর অভিজ্ঞতা নিয়ে। আর এভাবেই চলছে যুগের পর যুগ। স্বপ্নকে কোনো শিকলে বাধাঁ যায় না, তবে সামাজিক বিভেদ ছেটে ফেলা যায়। অন্ধকার পেরিয়ে আলোর পথে যাত্রী হতে চায় তারা।
ছবিটা চাঁদপুর আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে থেকে তুলেছেন এস এম মানজুরুল ইসলাম সাজিদ।