সাকিব হাতে ব্যান্ডেজ নিয়ে ঢাকায়: বিশ্বকাপ শেষ
বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটিতে আঙুলে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। জানা গেছে, সেই চোটে বাংলাদেশ দলের অধিনায়কের বিশ্বকাপ যাত্রা শেষ হয়ে গেছে। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ (মঙ্গলবার) দুপুরেই তার ছিটকে যাওয়ার খবর দিয়েছিল বিসিবি। পরবর্তীতে সন্ধ্যা নাগাদ কাঁধের সঙ্গে ঝোলানো ব্যান্ডেজ বাধা হাতে তিনি দেশে ফিরেছেন।
লঙ্কানদের সঙ্গে ম্যাচটিতে দ্বিতীয় ওভারে বোলিংয়ের সময় বাঁ-হাতের আঙুলে চোট পান সাকিব। এরপরও নিজের বোলিং কোটা পূরণ করেন, তুলে নেন গুরুত্বপূর্ণ ২টি উইকেটও। এরপর ব্যাট হাতে খেলেন ৮২ রানের দারুণ এক ইনিংস। হাতে ব্যথা পাওয়ার আঙুলে টেপ পেঁচিয়ে ব্যথানাশক ওষুধ খেয়ে সাকিব ব্যাটিংয়ে নেমেছিলেন।
সাকিবের ইনজুরি নিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম বলেন, ‘ইনিংসের শুরুতে সাকিব তার বাঁ হাতের তর্জনীতে আঘাত পান। পরে হাতে টেপ পেঁচিয়ে ব্যথানাশক ওষুধ খেয়ে তিনি ব্যাটিং চালিয়ে যান। ম্যাচ শেষে দিল্লিতে তার হাতে জরুরি এক্স-রে করানো হয়। সেখানে দেখা যায় তার বাঁ হাতের পিপ জয়েন্টে চিড় ধরেছে। সুস্থ হতে সাকিবের তিন থেকে চার সপ্তাহ লাগবে। আজকেই পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে দেশে ফিরে যাচ্ছেন সাকিব।’
সাকিব ছিটকে যাওয়ার পরই বিজয়কে বদলি হিসেবে নেওয়ার জন্য আইসিসির কাছে আবেদন করেছিল বিসিবি। তবে অনুমতি পেতে অপেক্ষায় থাকতে হয়েছে বিসিবিকে। আজ এক বিজ্ঞপ্তিতে সাকিবের বদলি হিসেবে বিজয়কে অনুমোদন দেওয়ার কথা নিশ্চিত করে আইসিসি। ফলে ডানহাতি ব্যাটার বিজয় শিগগিরেই বাংলাদেশের বিশ্বকাপ দলে যোগ দেবেন।