ইবিতে প্রতি পেজে ৫০ পয়সা কমিয়ে ফটোকপির মূল্য ২ টাকা নির্ধারণ
নিজস্ব প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রতি পেজে ৫০ পয়সা কমিয়ে ফটোকপির মূল্য ২ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (৬ নভেম্বর) দুপুর আড়াইটায় প্রক্টর অফিসে আয়োজিত সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ ও প্রক্টরিয়াল বডির সদস্যগণ সিওয়াইবির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা ও পরামর্শ করে এ সিদ্ধান্ত গ্রহণ করেন।
এছাড়া সভায় প্রিন্টিং এর জন্য প্রতি পেজে ৫ টাকা নির্ধারণ, স্ক্যান করে প্রতি পেজ প্রিন্ট ১০ টাকা ও কম্পিউটারে কম্পোজ করে প্রিন্ট প্রতি পেজ ২৫ টাকা নির্ধারণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর ড. আমজাদ হোসাইন, সহকারী প্রক্টর ড. আরিফুল ইসলাম ও সহকারী প্রক্টর তানিয়া আফরোজ। এছাড়া উপস্থিত ছিলেন কনজুমার ইয়্যুথ বাংলাদেশ, (সিওয়াইবি) ইবি শাখার সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক রাকিব রিফাত, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, দফতর সম্পাদক ত্বকী ওয়াসীফ, প্রচার সম্পাদক নিয়ামতুল্লাহ মুনিম। আরও উপস্থিত ছিলেন ক্যাম্পাসে ফটোকপি দোকানের মালিকদের একাংশ।
উল্লেখ্য, শুধু ফটোকপি/প্রিন্টের সাহায্যে ইমেইল চার্জ প্রযোজ্য নয়।