বিএনপি-জামায়াতের অবরোধ ঠেকাতে পুরান ঢাকায় শক্ত অবস্থানে জবি ছাত্রলীগ
জবি প্রতিনিধিঃ বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচি ঠেকাতে শক্ত অবস্থানে রয়েছেন ক্ষমতাসীন আওয়ামীলীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের অন্যতম বৃহৎ ইউনিট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। রাজধানীর পুরান ঢাকার এই ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাস ও আশপাশের বিভিন্ন স্থানে লাঠিসোঁটা নিয়ে অবস্থান করতে দেখা যায়।
মঙ্গলবার সকাল থেকেই শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের দফায় দফায় মিছিল ও শোডাউন দিতে দেখা যায়। পুরান ঢাকায় বিএনপির নেতাকর্মীরা যেন কোন ধরনের নৈরাজ্য ও সহিংসতা করতে না পারে সেজন্য ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসে সকাল থেকেই অবস্থান নেন।
সরেজমিনে দেখা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা সকাল থেকে বিকেল পর্যন্ত ক্যাম্পাসে বেশ কয়েকবার শোডাউন দিয়েছেন। দিনের বাকিটা সময় এই সুপার ইউনিটের নেতাকর্মীরা ক্যাম্পাসে ব্যাঞ্চ পেতে অবস্থান নেন।
এদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী ও সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইনের নেতৃত্বে এদিন দুপুর ২টায় ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিলটি বের হয়।
মিছিলটি ক্যাম্পাস থেকে শুরু করে শাঁখারী বাজার মোড় হয়ে রায়সাহেব বাজার মোড় ঘুরে কবি নজরুল কলেজের সামনে দিয়ে ভিক্টোরিয়া পার্ক হয়ে বাংলাবাজার ফুটওভার ব্রীজ ঘুরে পুনরায় ক্যাম্পাসে ফিরে আসে।
এসময় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন বলেন, ‘বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশ্নে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আপোষহীন। আমরা সকলেই দেখেছি বিএনপি সমাবেশের নামে কিভাবে নির্বিচারে পুলিশের উপর হামলা চালিয়েছে, পুলিশ সদস্যকে হত্যা করেছে। বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগ নেতা কর্মীদের উপর হামলা চালিয়েছে, প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালিয়ে, বাসে অগ্নিসংযোগের মাধ্যমে জনজীবন বিধ্বস্ত করেছে। বিএনপি বরাবরই ধ্বংসাত্মক রাজনীতিতে বিশ্বাস করে। সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও দেশবিরোধী ষড়যন্ত্রই বিএনপির মূল চালিকাশক্তি। পলাতক, দন্ডপ্রাপ্ত আসামি তারেক জিয়ার নেতৃত্বাধীন দল বিএনপির অবৈধ হরতাল বাংলাদেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। বিএনপির অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য প্রতিহত করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ রাজপথে বরাবরই সোচ্ছার ছিল। বিএনপি, ছাত্রদল, জামায়াত-শিবিরকে প্রতিহত করতে দাঁতভাঙা জবাব দিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সবসময় প্রস্তুত আছে।’
বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. ইব্রাহিম ফরাজী বলেন, ‘সাধারণ মানুষ সন্ত্রাসী দল বিএনপির ডাকা হরতাল প্রত্যাখান করেছে। আমরা ছাত্রসমাজ বিএনপির এই হরতাল এবং নৈরাজ্য রুখে দেয়ার জন্য সর্বদা প্রস্তুত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ পুরান ঢাকার মানুষের জানমাল রক্ষা করার জন্য আমরা সকাল ৬টা থেকে মাঠে আছি। কোন প্রকার বিশৃঙ্খলা করার চেষ্টা করলে আমরা তাদেরকে কঠিনভাবে প্রতিহত করবো।’
প্রসঙ্গত, এক দফা দাবি আদায়ে দেশব্যাপী তিন দিন সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। তারই ধারাবাহিকতায় সকাল থেকে অবরোধ পালিত হচ্ছে।