নজরুল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘গণমাধ্যম এবং সাংবাদিকতায় নীতি ও নৈতিকতা’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত ‘গণমাধ্যম এবং সাংবাদিকতায় নীতি ও নৈতিকতা’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অধিবেশনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।
অধ্যােপক ড. সৌমিত্র শেখর কর্মশালা বিষয়ে বলেন,” আজকের যে কর্মশালা তা খুবই প্রাসঙ্গিক ও সময়োপযোগী। এছাড়া বিদেশ থেকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাংবাদিক জনাব খালিদ মুহিউদ্দীন যুক্ত হয়ে আমাদের শিক্ষার্থীদের জন্য শিক্ষণের ক্ষেত্রে তার অভিজ্ঞতা ও শিক্ষাকে বিস্তৃত করার জন্য যোগ দিয়েছেন, তার জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আর শিক্ষার্থীরাও যেন তাদের অর্জিত এই জ্ঞানকে তাদের জীবনে ধারণ করে এবং সেই পথে তাদের জীবন পরিচালনা করে।”
কর্মশালার প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন বিশিষ্ট সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়চে ভেলের বাংলা বিভাগের প্রধান জনাব খালেদ মুহিউদ্দীন। কর্মশালার শুরুতে জনাব খালেদ মুহিউদ্দীন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ভূয়শি প্রশংসা করেন এবং দেশে আসলেই নজরুল বিশ্ববিদ্যালয়ের মনোরম পরিবেশ স্বশরীরে এসে দেখার ইচ্ছা ব্যক্ত করেন। এসময় ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. তুহিনুর রহমান (তুহিন অবন্ত), বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।