The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪

বেলা ২ টা পর্যন্ত জবি ক্যাম্পাসে খেলাধুলা নিষিদ্ধ করলো প্রশাসন

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ক্যাম্পাস চলাকালীন সময়ে খেলাধূলা নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিয়ে শিক্ষার্থীদের মাঝে সমালোচনা ও চরম ক্ষোপের সৃষ্টি হয়েছে।

সোমবার ( ৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান বিষয়টি জানান। এ ব্যাপারে তার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রায় আঠারো হাজার শিক্ষার্থী অধ্যয়নরত। শিক্ষার্থীর তুলনায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছোট। ক্লাস ও পরীক্ষা চলাকালীণ সময়ে ক্যাম্পাসে খেলাধূলা করলে ক্লাস ও পরীক্ষায় বিঘ্ন ঘটে এবং চলাচলে অসুবিধা হয়।

এছাড়াও আরোও বলেন, সকাল ৮ টা থেকে বেলা ২ টা পর্যন্ত ক্যাম্পাসের ভিতরে এবং বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান ভবনের সামনের খোলা জায়গাসহ অন্যান্য খোলা জায়গায় কোন প্রকার খেলাধূলা না করার নির্দেশ।

You might also like
Leave A Reply

Your email address will not be published.