অবশেষে দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে আসন সংখ্যা বাড়ছে। আগামী বছর থেকে চিকিৎসাবিদ্যায় পড়ার স্বপ্ন পূরণ হবে আরও অতিরিক্ত ১ হাজার শিক্ষার্থীর। দেশে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে প্রতি বছর ভর্তির সুযোগ পান ৪ হাজার ৩৫০ শিক্ষার্থী।
সম্প্রতি সরকারি মেডিকেলে ১ হাজার আসন বাড়ানোর প্রস্তাব করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এর অনুমোদনও দিয়েছে মন্ত্রণালয়। আগামী শিক্ষাবর্ষ থেকে সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পাবেন আরও ১ হাজার ৩১ শিক্ষার্থী।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক টিটো মিঞা বলেন, ‘দেশে চিকিৎসা শিক্ষার যথেষ্ট সম্প্রসারণ হচ্ছে। বর্তমানে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের সংখ্যা শতাধিক। সরকারের চেষ্টায় মেডিকেল কলেজেগুলোর শিক্ষা উপকরণ বেশ সমৃদ্ধি লাভ করেছে। যার ফলে মেডিকেল শিক্ষার একটি ভালো সুযোগ তৈরি হয়েছে। এ সুযোগকে কাজে লাগাতে পারলে আমরা আরও ভালো করতে পারব।’
প্রতিটি মেডিকেলে আসন বাড়ছে ১০ থেকে ৭৮টি পর্যন্ত। সবচেয়ে বেশি আসন বাড়ছে মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল ও গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে। শিক্ষক সংকট থাকার পরও আসন বাড়ছে কিছু মেডিকেলে। দেশে সরকারি মেডিকেলের তুলনায় বেসরকারিতে আসন বেশি প্রায় ২ হাজার। বিশেষজ্ঞরা মনে করেন, আসন বৃদ্ধির বিষয়টি ইতিবাচক। পাশাপাশি শিক্ষক সংকট সমাধানের তাগিদ দিচ্ছেন তারা।