The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪

৬ শিক্ষার্থীকে বহিষ্কারের ঘটনায় ইবির প্রধান ফটকে তালা

টিআরসি রিপোর্টঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র‌্যাগিংয়ের ঘটনায় জড়িত থাকার অপরাধে ছয় শিক্ষার্থীকে বহিষ্কারের প্রতিবাদে প্রধান ফটকে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। এতে ভোগান্তিতে পড়েন শিক্ষক-শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেন ২০২১-২২ সেশনের শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা বলেন, বহিষ্কারের মাধ্যমে একজন শিক্ষার্থীর জীবন নষ্ট করার উৎসব চলছে। আমরা এর প্রতিবাদ জানাই। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে পুনরায় সিদ্ধান্ত নেওয়ার দাবি জানাই। তারা বলেন, কমিটির দোওয়া তদন্ত প্রতিবেদন ভুয়া। অন্তত আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত ছিল। কর্তৃপক্ষের নেওয়া এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানাই।

জানা যায়, বেলা ১১টার দিকে ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীকে র‌্যাগিং এবং মধ্যরাতে মাদকাসক্ত অবস্থায় চিকিৎসাকেন্দ্রে ভাঙচুরের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযুক্ত আট শিক্ষার্থীর মধ্যে তিনজনকে স্থায়ী এবং তিনজনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। অপর দুজনকে সতর্ক করা হয়েছে।

এ ঘটনার প্রেক্ষিতে বিকেল ৪টার দিকে প্রধান ফটকে তালা দেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি পরিবেশ শান্ত রাখার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে বিকেল ৫টায় ৪০ মিনিটে আন্দোলন স্থগিত করেন তারা।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আমজাদ হোসেন বলেন, শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক। প্রক্টরের সঙ্গে কথা হয়েছে এটি প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযুক্তরা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবে পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.