এবার প্রথমবারের মতো একজন কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট পেলো বিশ্ববিখ্যাত হার্ভার্ড। নতুন প্রেসিডেন্টের নাম ক্লোডিন গে। গত শুক্রবার ক্লোডিন গেকে নিয়োগ দেয় শিক্ষাপ্রতিষ্ঠানটি। এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটিকে নেতৃত্ব দেওয়া দ্বিতীয় নারী তিনি।
সিএনএন ও এনডিটিভির খবরে বলা হয়েছে, ম্যাসাচুসেটসের গভর্নর ও হার্ভার্ড গ্র্যাজুয়েট মাউরা হ্যালি প্রেসিডেন্ট হিসেবে ক্লোডিনের নিয়োগের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ক্লোডিন গে, প্রেসিডেন্ট হিসেবে আপনার দায়িত্বপ্রাপ্তি ঐতিহাসিক। আপনার প্রতি আমার শ্রদ্ধা ও সমর্থন রইল।’
প্রেসিডেন্ট ক্লোডিন আপনারা আমার প্রতি যে আস্থা রেখেছেন, তাতে উৎসাহিত হয়েছি। এ প্রতিষ্ঠানের প্রতি এবং উচ্চশিক্ষার প্রতি আপনাদের প্রতিশ্রুতিতে আমি অনুপ্রাণিত হয়েছি। বিশ্ববিদ্যালয় সাহস দেখিয়েছে সব প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়ানোর, বিশ্বকে এ নিয়ে প্রশ্ন করার এবং বিশ্বকে আরও ভালো করে গড়ে তোলার।
১৬৪০ সালে প্রতিষ্ঠিত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রেসিডেন্ট হলেন ক্লোডিন। তিনি ১৯৯৮ সালে সরকার ও রাজনীতি বিষয়ে হার্ভার্ড থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ২০০৬ সালে শিক্ষকতা শুরু করেন প্রতিষ্ঠানটিতে। এর আগে কলা ও বিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্ব সামলেছেন ক্লোডিন।