The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নিয়োগ দিলো হার্ভার্ড ইউনিভার্সিটি

এবার প্রথমবারের মতো একজন কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট পেলো বিশ্ববিখ্যাত হার্ভার্ড। নতুন প্রেসিডেন্টের নাম ক্লোডিন গে। গত শুক্রবার ক্লোডিন গেকে নিয়োগ দেয় শিক্ষাপ্রতিষ্ঠানটি। এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটিকে নেতৃত্ব দেওয়া দ্বিতীয় নারী তিনি।

সিএনএন ও এনডিটিভির খবরে বলা হয়েছে, ম্যাসাচুসেটসের গভর্নর ও হার্ভার্ড গ্র্যাজুয়েট মাউরা হ্যালি প্রেসিডেন্ট হিসেবে ক্লোডিনের নিয়োগের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ক্লোডিন গে, প্রেসিডেন্ট হিসেবে আপনার দায়িত্বপ্রাপ্তি ঐতিহাসিক। আপনার প্রতি আমার শ্রদ্ধা ও সমর্থন রইল।’

প্রেসিডেন্ট ক্লোডিন আপনারা আমার প্রতি যে আস্থা রেখেছেন, তাতে উৎসাহিত হয়েছি। এ প্রতিষ্ঠানের প্রতি এবং উচ্চশিক্ষার প্রতি আপনাদের প্রতিশ্রুতিতে আমি অনুপ্রাণিত হয়েছি। বিশ্ববিদ্যালয় সাহস দেখিয়েছে সব প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়ানোর, বিশ্বকে এ নিয়ে প্রশ্ন করার এবং বিশ্বকে আরও ভালো করে গড়ে তোলার।

১৬৪০ সালে প্রতিষ্ঠিত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রেসিডেন্ট হলেন ক্লোডিন। তিনি ১৯৯৮ সালে সরকার ও রাজনীতি বিষয়ে হার্ভার্ড থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ২০০৬ সালে শিক্ষকতা শুরু করেন প্রতিষ্ঠানটিতে। এর আগে কলা ও বিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্ব সামলেছেন ক্লোডিন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.