গুচ্ছভুক্ত ২২টি সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তিপ্রক্রিয়ায় ফাঁকা আসনে শিক্ষার্থী ভর্তির বিষয়ে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি কর্তৃপক্ষ। এখন পর্যন্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ২ হাজার ১০০ আসন ফাঁকা রয়েছে।
আগামী বুধবারের মধ্যে সব বিশ্ববিদ্যালয় আলাদা করে এ বিষয়ে পরিকল্পনা তৈরি করবে। এরপর ফাঁকা আসনে ভর্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তাছাড়া গুচ্ছভুক্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে বিভাগ পরিবর্তনের সুবিধাও পাবেন।
গতকাল সোমবার রাতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি কমিটির অনলাইনে এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সভা সূত্রে এসব বিষয়গুলো জানা গেছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য কামালউদ্দীন আহমদ বলেন, ফাঁকা আসনে ভর্তি নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগামী বুধবার আবার সভা অনুষ্ঠিত হবে। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ভারপ্রাপ্ত উপাচার্য আরও বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজ মঙ্গলবার বা আগামী বুধবারের মধ্যে বিভিন্ন অনুষদের ডিনদের এ বিষয়ে মতামত নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলকে একটি পরিকল্পনা তৈরি করার জন্য বলা হয়েছে। পরে তা গুচ্ছের ভর্তিসংক্রান্ত সভায় উপস্থাপন হবে। সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো আসন ফাঁকা রাখতে চাই না।’
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো—জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।