The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ৩০শে অক্টোবর, ২০২৪

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ ফেলোশিপ দিচ্ছে, আবেদন করুন আজই

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ ২০২৩-২৪ অর্থবছরে তথ্য ও যোগাযোগপ্রযুক্তির ক্ষেত্রে গবেষণায় ফেলোশিপ/বৃত্তি দেবে। একই সাথে তারা উদ্ভাবনীমূলক কাজের জন্য অনুদান ও বিশেষ অনুদানও দেবে।

দেশ-বিদেশের যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থী, গবেষক, প্রতিষ্ঠান ও ব্যক্তি অনলাইনে ফেলোশিপ ও বৃত্তি এবং অনুদান ও বিশেষ অনুদানের জন্য আবেদন করতে পারবেন। তিন রাউন্ডে অনলাইনে আবেদনের সুযোগ রয়েছে ফেলোশিপ, বৃত্তি ও অনুদান পেতে।

প্রথম রাউন্ডের আবেদন চলছে। আবেদন করা যাবে সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ পর্যন্ত। এ রাউন্ডের বাছাই ও মূল্যায়নের সম্ভাব্য সময় আগামী অক্টোবর পর্যন্ত। দ্বিতীয় রাউন্ডে আবেদনপত্র দাখিল করা যাবে এ বছরের অক্টোবর থেকে আগামী নভেম্বর পর্যন্ত। এ রাউন্ডে বাছাই ও মূল্যায়নের সম্ভাব্য সময় আগামী ডিসেম্বর পর্যন্ত।

শেষ রাউন্ডের আবেদনপত্র দাখিল করার সময় ডিসেম্বর থেকে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত। এ রাউন্ডের বাছাই ও মূল্যায়নের সম্ভাব্য সময় আগামী বছরের মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা ফেলোশিপ, বৃত্তি ও অনুদান পেতে লিংকে প্রবেশ করে আবেদন করতে পারবেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.