The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

চবিতে হাল্ট প্রাইজ অর্গানাইজিং কমিটির ওরিয়েন্টেশনে পর্দায় নামলো ৬ষ্ঠ আসর

চবি প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নো দ্যা হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস অর্গানাইজিং কমিটির ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে। এবছর হাল্ট প্রাইজ অন-ক্যাম্পাস প্রোগ্রামে ৮ টি ডিপার্টমেন্টে অর্গানাইজার নিযুক্ত হয়।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে চবির ব্যবসায় প্রশাসন অনুষদে অনুষ্ঠিত হয়েছে।

প্রোগ্রামটি ৩ টি সেগমেন্টে অনুষ্ঠিত হয়েছে। এর প্রথম ভাগে “Know The Hult Prize ” এ হাল্ট প্রাইজ ফাউন্ডেশন এবং হাল্ট প্রাইজ প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন হাল্ট প্রাইজ চবির চীফ স্ট্রেটেজিস্ট রুমাইয়া চৌধুরী। আরেকটি সেগমেন্টে হাল্ট প্রাইজ এ অর্গানাইজারদের ডিপার্টমেন্ট এর কাজ, রুলস রেগুলেশন নিয়ে আলোচনা করেন হাল্ট প্রাইজ চবির চীফ অফ স্টাফ সাজ্জাদ হোসেন৷ আরেকটি সেগমেন্টে থাকে আইসব্রেকিং সেশন।

হাল্ট প্রাইজ চবির চীফ স্ট্রাটেজিস্ট রুমাইয়া চৌধুরীর সঞ্চালনায় প্রোগ্রামে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবির হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এর চেয়ারম্যান প্রফেসর ড. আফতাব আহমেদ৷ তিনি বলেন, হাল্ট প্রাইজ গতানুগতিক সংগঠন এর বাইরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্টার্টআপ নিয়ে কাজ করছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেরা বিজনেস আইডিয়াকে বড় পরিসরে তুলে ধরার সুযোগ পাচ্ছে ”

উল্লেখ্য, জাতিসংঘের সাথে অংশীদারিত্বে ‘হাল্ট প্রাইজ’ হলো বিশ্বের বৃহত্তম ছাত্র সংগঠন যা ১২১টির বেশি দেশের ৩ হাজারেরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে সাহায্য করেছে ও প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ দিতে সক্ষম হয়েছে। হাল্ট প্রাইজ প্রতিবছর বিভিন্ন সামাজিক সমস্যাকে লক্ষ্য করে বিশ্বব্যাপী একটি বিজনেস আইডিয়া প্রতিযোগিতার আয়োজন করে। এ প্রতিযোগিদের থেকে সেরা ব্যবসার ধারণাকারীদের বিশ্বব্যাপী বিজয়ী ঘোষণা দেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪২তম প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। এবং সেরা ব্যবসার ধারণার জন্য ব্যবসাটির মূলধন হিসেবে এক মিলিয়ন মার্কিন ডলার পুরষ্কার হিসেবে প্রদান করা হয়।

You might also like
Leave A Reply

Your email address will not be published.