রাকিব মাহমুদ, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কথা বলার জড়তা দূর করার জন্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আয়োজন করেছে “স্পীক আউট” শীর্ষক পাবলিক স্পিকিং প্রতিযোগিতা।
বৃহস্পতিবার (১৪ই সেপ্টেম্বর) রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় একাডেমিক ভবন-২ এ এই প্রতিযোগিতার আয়োজন করে। আয়োজিত এই প্রতিযোগিতায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ২৫ জন শিক্ষার্থী অংশ নেয়।উক্ত প্রতিযোগিতায় লটারির মাধ্যমে প্রতিযোগিদের বিষয় নির্ধারিত হয় এবং উক্ত বিষয়টির উপর প্রতিযোগিরা লিখিতভাবে জমা দেয়।পরবর্তীতে উল্লেখিত বিষয়টির উপর ৫ মিনিটের উপস্থাপননার মাধ্যমে প্রতিযোগিরা নিজেদের মেধা ও দক্ষতার প্রমাণ দেয়। আগামী ১৭ই সেপ্টেম্বর ঘোষণা করা হবে প্রতিযোগিতাটির ফলাফল।
প্রসঙ্গত, বিগত সময়ে “দ্যা আর্ট অব প্রেজেন্টেশন এন্ড পাবলিক স্পীকিং” শীর্ষক কর্মশালা আয়োজন করেছিল রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব কর্তৃক আয়োজিত উক্ত “স্পীক আউট” প্রতিযোগিতায় রুকাইয়া ইসলাম সুস্মিতার সঞ্চালনায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো: মাইনুল ইসলাম, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান নুসরাত জাহান, অর্থনীতি বিভাগের প্রভাষক পিংকী রাণী দে ও সঙ্গীত বিভাগের প্রভাষক ইয়াতসিংহ শুভ।
স্পীক আউট প্রতিযোগিতায় অংশ নিয়ে মো: পিয়াস মিয়া জানান, পাবলিক স্পিকিংয়ে জড়তা কাটানোর জন্য দারুণ একটি সুযোগ তৈরি করে দিয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব। শিক্ষার্থীদের কল্যাণে ক্যারিয়ার ক্লাবের এই প্রয়াসের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন বলেন,রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার প্রতিনিয়ত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় এই স্পিক আউট প্রোগ্রামটি।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব শিক্ষার্থীদের নিয়ে যেভাবে কাজ করে যাচ্ছে আশা রাখি এই ধারাবাহিকতা আগামী দিনগুলোতেও বজায় থাকবে। আগামী ১৭ সেপ্টেম্বর রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব Career Insights 2.0 নামে আরো একটি প্রোগ্রাম আয়োজন করতে যাচ্ছে।যেখানে চিফ গেস্ট হিসেবে থাকবেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর স্যার প্রফেসর ড. মো: শাহ্ আজম এবং স্পিকার হিসেবে থাকবেন ৪১ তম বিসিএসে সুপারিশ প্রাপ্ত উম্মে সালমা খানুন (সুস্মিতা)। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সকলকে Career Insights 2.0 প্রোগ্রামে আমন্ত্রণ জানাচ্ছি।
উল্লেখ্য যে, বর্তমান প্রতিযোগিতামূলক চাকুরীর বাজারে শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব আয়োজন করেছে বিভিন্ন প্রতিযােগিতাসহ পাওয়ার পয়েন্ট, প্রেজেন্টেশন, পাবলিক স্পিকিং, সিভি রাইটিং, কেই স্টাডিসহ বিভিন্ন ক্যারিয়ার ডেভেলপমেন্ট কর্মশালা ও সেমিনার। এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রেরণা জাগাতে জনপ্রিয় ব্যাক্তিত্ব সুশান্ত পালকে নিয়ে আয়োজন করেছে ক্যারিয়ার ইনসাইটস এবং বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের যাবতীয় পরামর্শ নিয়ে আয়োজন করেছে ড্রীম স্টাডিয়িং এব্রোড আয়োজন করেছে ক্লাব টি।