The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪

দ্রুত গতিতে এগিয়ে চলছে এনইউবিটি খুলনা’র নির্মাণ যজ্ঞ

তানভীর আহমেদ: দ্রুত গতিতে এগিয়ে চলছে, নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনা’র (এনইউবিটিকে) স্থায়ী ক্যাম্পাসের নির্মান কাজ। দক্ষিণাঞ্চলের অন্যতম প্রধান বেসরকারী বিশ্ববিদ্যালয় হিসেবে ২০১৫ সালে এনইউবিটি খুলনা যাত্রা শুরু করে।

প্রতিষ্ঠালগ্নের সময় থেকে এখন পর্যন্ত খুলনা নগরীর প্রাণকেন্দ্র শিববাড়ির আকুঞ্জি টাওয়ারের অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে বিশ্ববিদ্যালয়টি।

করোনা মহামারীর প্রকোপে দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় নির্মাণের কাজ স্থগিত থাকলেও, বর্তমানে পূর্ণ দমে নির্মাণ কাজ চলছে বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসের।

খুলনা শহরের শহরের অদুরে সিটি বাইপাস এলাকায় ৬ একর জমির ওপর নির্মাণযজ্ঞ চালাচ্ছে বিশ্ববিদ্যালয়টি।

আধুনিক স্থাপত্যশৈলী ও সকল সুযোগ-সুবিধার সংমিশ্রনে নির্মিত হচ্ছে সুসজ্জিত এই ক্যাম্পাস। শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘ্য দিনের স্বপ্ন রয়েছে এই স্থায়ী ক্যাম্পাসকে ঘিরে। শিক্ষার্থীরা যেন আধুনিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ কাজ।

আগামী বছরের শুরুতেই স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে আশাবাদী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

স্থায়ী ক্যাম্পাসের প্রকল্প পরিচালক সেলিম চৌধুরী বলেন, ইউজিসির নিয়ম অনুসরণ করে যথাসময়ে আমরা স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু করেছিলাম, কিন্তু করোনা মহামারীর কারণে নির্মাণ কাজ বন্ধ করে দিতে হয়। বর্তমানে পূর্ণ গতিতে নির্মাণ কাজ চলমান রয়েছে। আগামী ফল সেমিস্টার থেকেই, সকল ডিপার্টমেন্ট স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম করতে পারবে বলে আশাবাদী।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ৩টি অনুষদের অধীনে ১১ টি বিভাগে ৪ হাজার শিক্ষার্থী অধ্যায়নরত আছে।

তবে স্থায়ী ক্যাম্পাসের কার্যক্রম শুরুর পর এই সংখ্যা আরো বাড়বে বলে প্রত্যাশা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. শাহ আলম, বলেন, আমরা শুধুমাত্র একটি ক্যাম্পাস তৈরি করছি না। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর এবং শিক্ষা বান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছি। স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ কাজের সাথে, খেলার মাঠ, জিমনেসিয়াম ছাড়াও অন্যান্য সকল সুযোগ-সুবিধার নির্মাণ কাজ চলমান রয়েছে। এনইউবিটি খুলনার স্থায়ী ক্যাম্পাসটি আমরা গ্রীন ক্যাম্পাস হিসেবে নির্মাণ করেছি। শিক্ষার্থীদের একটি সুন্দর ক্যাম্পাস উপহার দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং সেই লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে।

উলেখ্য, এ বছর ১৩ এপ্রিল নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনা’র স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ কাজের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এটিএম জহিরউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. শাহ আলম, সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রধান মুস্তাফিজুর রহমান, ও স্থায়ী ক্যাম্পাসের প্রকল্প পরিচালক সেলিম চৌধুরী প্রমুখ।

You might also like
Leave A Reply

Your email address will not be published.