নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) লক্ষ্মীপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির সাবেক কমিটির সুপারিশক্রমে উপদেষ্টা মণ্ডলী আগামী এক বছরের জন্য এই কমিটি অনুমোদন করেন।
১২ সেপ্টেম্বর (মঙ্গলবার) সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর স্বাক্ষরে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ এন্ড মেরিন সাইন্স বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ইয়াছিন আরাফাতকে সভাপতি ও ব্যবসায় প্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী নাঈম উল্লাহ সায়েমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী এক বছরের জন্য উক্ত কার্যনিবার্হী কমিটি অনুমোদন দেওয়া হলো। নতুন কমিটিতে হাসনাত নাইম পিয়াসকে ১ম সহ সভাপতি ও নাবিদ আহসানকে ১ম যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও ১২ জনকে সহ-সভাপতি, ১৩ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, ১৪ জনকে সাংগঠনিক সম্পাদক, ৩০ জনকে সদস্য ও ১৪ জনকে অন্যান্য পদে দায়িত্ব দেয়া হয়েছে৷
সাধারণ সম্পাদক নাঈম উল্লাহ বলেন, লক্ষ্ণীপুর জেলার শিক্ষার্থীদের কল্যাণে আমরা সবসময় কাজ করবো। আমরা লক্ষ্ণীপুরের শিক্ষার্থীদের সকল বিপদ-আপদে পাশে থাকার চেষ্টা করবো।
নবনির্বাচিত সভাপতি ইয়াসিন আরাফাত বলেন, লক্ষ্মীপুর থেকে নোবিপ্রবিতে পড়ালেখা করতে আসা শিক্ষার্থীদের কল্যাণে আমাদের এ সংগঠন। সকলের কল্যাণে আমরা সবাই সম্মিলিতভাবে পাশে থাকার চেষ্টা করব।