The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

মেডিকেলের প্রশ্নফাঁস: আইডিয়ালের শিক্ষকসহ গ্রেপ্তার ৬

মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির শিক্ষকসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ নিয়ে মেডিকেল কলেজের প্রশ্নফাঁসের ঘটনায় ১৯ চিকিৎসকসহ মোট ৩৫ জনকে গ্রেপ্তার করা হলো।

নতুন করে যারা গ্রেপ্তার হলেন: মতিঝিল আইডিয়ালের শিক্ষক প্রতিনিধি মাকসুদা মালা, ঢাকার থ্রি ডক্টরস কোচিংয়ের পরিচালক ডা. বশির, ঢাকা মেডিকেল কলেজের মৈত্রী সাহা, জাকারিয়া আশরাফ ও ইভানা এবং রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী সাবরিনা রেজা টুষি।

এ প্রসঙ্গে জানতে চাইলে সিআইডির মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান বলেন, এ বিষয়ে বিস্তারিত বুধবার (১৩ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

উল্লেখ্য প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভরনিং বডির শিক্ষক প্রতিনিধি মাকসুদা মালাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মাকসুদাকে সাময়িক বরখাস্তের চিঠিতে বলা হয়েছে, মাকসুদা আক্তারের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা রয়েছে। পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগের প্রেক্ষিতে ডিজিটাল নিরাপত্তা আইনে মিরপুর মডেল থানায় মামলাটি রয়েছে। চাকরিতে নিয়োগের শর্তাবলী ভঙ্গের কারণে মঙ্গলবার থেকে সাময়িক বরখাস্ত কার্যকরের কথা বলা হয় চিঠিতে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.