The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪

সপ্তাহে সাত দিনই খোলা থাকবে পবিপ্রবির লাইব্রেরী

পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) কেন্দ্রীয় লাইব্রেরী বর্তমানে সপ্তাহে সাতদিন খোলা রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পূর্বে শুধুমাত্র সপ্তাহে ৪ দিন খোলা থাকতো লাইব্রেরী, এমনকি সাপ্তাহিক ছুটির দিন না থাকা সত্ত্বেও মঙ্গলবার অনলাইন ক্লাসের দোহাই দিয়ে বন্ধ রাখা হতো। যার কারণে শিক্ষার্থীদের জ্ঞান চর্চার স্থানের সংকট হয়ে পড়ে।এ নিয়ে চাপা ক্ষোভ বিরাজ করছিলো সাধারন শিক্ষার্থীদের মধ্যে।

এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী অভিযোগের সুরে বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরী সপ্তাহে ৭ দিন খোলা থাকলেও সেটা আমাদের বিশ্ববিদ্যালয়ে হচ্ছে না। তাছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরী সকাল ৮ টা থেকে রাত ৯টা-১০টা পর্যন্ত খোলা থাকে, সেক্ষেত্রে আমাদের লাইব্রেরী বিকাল ৫ টায় বন্ধ হয়ে যায়, যা শিক্ষার্থীদের জ্ঞান চর্চার ক্ষেত্রে অন্যতম অন্তরায় বলে মনে করেন তিনি।

এ সমস্যা নিরসনের জন্য বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মারসিফুল আলম রিমন ২০ জন শিক্ষার্থীর স্বাক্ষর সংযুক্ত একটি আবেদন গ্রন্থাগারিক বরাবর প্রদান করেন। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ভিসির পক্ষে রেজিস্ট্রার(অ.দা.) প্রফেসর ড. সন্তোষ কুমার বসু স্বাক্ষরিত এক অফিস আদেশে ছুটির দিনসমূহে শিফটিং ডিউটির মাধ্যমে কেন্দ্রীয় গ্রন্থাগারের পাঠকক্ষ খোলা রাখার আদেশ দেন। এরই প্রেক্ষিতে এখন থেকে সপ্তাহে ৭ দিনই খোলা থাকবে পবিপ্রবির কেন্দ্রীয় লাইব্রেরী।

You might also like
Leave A Reply

Your email address will not be published.