যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (যবিপ্রবিসাস) ৪র্থ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আগামী ৩ সেপ্টেম্বর রোজ রবিবার অনুষ্ঠিত হবে। এদিকে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন পত্র সংগ্রহ করেছে সাংবাদিক সমিতির সদস্যরা, নির্বাচন ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
বুধবার (৩০ আগস্ট) যবিপ্রবিসাসের নির্বাচন কমিশনাদের এক জরুরি সভায় যবিপ্রবিসাসের ৪র্থ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ আলম হোসেন ও নির্বাচন কমিশনার হিসেবে আছেন সহকারী প্রক্টর মোঃ আকরাম হোসেন ও জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক মো আব্দুর রশিদ।
নির্বাচন কমিশনারদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী প্রার্থীরা বুধবার (৩০আগস্ট) মনোনয়ন পত্র সংগ্রহের দিন নির্ধারণ করে। এছাড়া ২ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করবে ও ৩ সেপ্টেম্বর রোজ রবিবার সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত ভোটপ্রদানের সময় নির্ধারণ করা হয়।
উল্লেখ্য যে, যবিপ্রবি সাংবাদিক সমিতির গঠনতন্ত্র অনুসারে সভাপতি সম্পাদক সহ মোট ১১ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ১১ টি পদের বিপরীতে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।