জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর টম মিশসা। বুধবার (৩০ আগস্ট) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের উপাচার্য অফিসে এই সৌজন্য সাক্ষাৎ হয়।
এসময় টম মিশসা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কমনওয়েলথ ফেলো শিক্ষক-গবেষকদের প্রশংসা করেন। তিনি এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা সম্পর্কে জানতে আগ্রহ ব্যক্ত করেন এবং ব্রিটিশ কাউন্সিল এলামনাই এসোসিয়েশনের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার সম্ভাবনার বিষয়ে কথা বলেন।
টম মিশসার এ আগ্রহের জন্য উপাচার্য তাঁকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে যৌথ শিক্ষা এবং গবেষণার সম্ভাবনাকে এগিয়ে নেয়ার আশাবাদ ব্যক্ত করেন।
এসময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মোঃ মনজুরুল হক, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার উপস্থিত ছিলেন। এর আগে টম মিশসা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ পরিদর্শন করেন।