বাঙলা কলেজ প্রতিনিধি: আগামী সেপ্টেম্বর ও অক্টোবরেই মধ্যেই ঢাকা কলেজ ও বাঙলা কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। শনিবার (২৬ আগস্ট) মধুরক্যান্টিনে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।
২০১৬ সালে ঢাকা কলেজ ও ২০১৪ সালে সর্বশেষ বাঙলা কলেজ ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘদিন ধরে এই দুইটি ইউনিটের কমিটি নেই। এই দুইটি ইউনিটের কমিটি কবে নাগাদ হতে পারে- প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে সাদ্দাম বলেন, ‘আগস্ট মাসে ছাত্রলীগের কোন কমিটি হয় না। আগস্ট মাস শেষে সেপ্টেম্বর ও অক্টোবরের মধ্যেই কাউন্সিল করে এই দুইটি ইউনিটের কমিটি ঘোষণা করা হবে।’
সাঈদীর মৃত্যুতে প্রায় তিন শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রলীগে এতো অনুপ্রবেশকারীতে ছাত্রলীগ বিব্রত কি না- এমন প্রশ্নের জবাবে সাদ্দাম বলেন, ‘ বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে রাজাকার যুদ্ধাপরাধীদের প্রশ্নে আপোস করার কোন সুযোগ নাই। আপনারা জানেন, জাহানারা ইমামের নেতৃত্বে যখন যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলন শুরু হয় সেই আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। যারাই ছাত্রলীগের ভেতরে থেকে মায়াকান্না করছে তাদেরকেই আমরা এড্রেস করছি, সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি। প্রতিটি ঘটনাকে এড্রেস করে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
একই প্রশ্নের জবাবে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান বলেন, ছাত্রলীগের ভেতরে থেকে রাজাকার ও যুদ্ধাপরাধীদের জন্য মায়া কান্নার কোন সুযোগ নেই।