The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪

নটরডেমে একাদশ শ্রেণির মৌখিক পরীক্ষা শুক্রবার

নটরডেম কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তির জন্য মৌখিক পরীক্ষা আগামীকাল শুক্রবার (২৫ আগস্ট) অনুষ্ঠিত হবে। কয়েকটি শিফটে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

গতকাল নটরডেম কলেজ কর্তৃপক্ষ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য মৌখিক পরীক্ষায় নির্বাচিতদের তালিকা প্রকাশ করেছে। এসএসসি পরীক্ষার জিপিএ ও লিখিত পরীক্ষার ফলের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করে কলেজ কর্তৃপক্ষ।

কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও জানান, আগামীকাল শুক্রবার কয়েকটি শিফটে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থী মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

মৌখিক পরীক্ষার সময় শিক্ষার্থীদের ভর্তি আবেদনের প্রবেশপত্র, এসএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র ও নম্বরপত্রের কপি সঙ্গে আনতে বলা হয়েছে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.