শিক্ষক নিয়োগের দাবিতে তিনদিন ধরে আন্দোলন করছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থীরা। শিক্ষক নিয়োগের ব্যাপারে কোনো সমাধান না আসায় শিক্ষার্থীরা বুধবার (৯ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন অবরুদ্ধ করে অনশনে বসেছেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ফিন্যান্স বিভাগে বর্তমানে পাঁচটি ব্যাচে প্রায় ২৫০ জন শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক রয়েছেন মাত্র দু’জন। ফলে ক্লাস-পরীক্ষা মারাত্মকভাবে ব্যহত হচ্ছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একাধিকবার অবগত করার পরও সংকট নিরসনে কোনো উদ্যোগ নেয়া হয়নি। একপ্রকার বাধ্য হয়েই তারা গত সোমবার (৭ আগস্ট) আন্দোলন শুরু করেন।
আন্দোলনকারী এক শিক্ষার্থী মিনহাজ বলেন, বর্তমানে শিক্ষক সংকটের কারণে আমাদের অনেক কোর্সের ক্লাস ঠিকমত হচ্ছে না। একই শিক্ষাবর্ষের অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের তুলনায় আমরা ক্রমশ পিছিয়ে পড়ছি। আমাদের জীবন নিয়ে এভাবে খেলা করার অধিকার প্রশাসনের নেই। বৃহস্পতিবারের মধ্যে যদি আমাদের দাবি মেনে না নেয়া হয়, শিক্ষক নিয়োগের ব্যবস্থা না করা হয় তবে আমরা কঠোর থেকে কঠোরতর আন্দোলনে যেতে বাধ্য হবো।
শিক্ষক নিয়োগের জন্য উপাচার্য, শিক্ষক পরিষদ এবং শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করেও কোনো প্রতিকার পাননি। তাই অনশনে বসেছেন তারা।
বিশ্বদ্যালয়ের উপাচার্য বলেন, ‘শিক্ষক নিয়োগের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয় হবে। শিক্ষার্থীদের দাবি যথাযথভাবে বিবেচনা করে দ্রুত বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।’