কলেজ প্রতিনিধিঃ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৮ আগস্ট ২০২৩) রাজশাহী কলেজ প্রাঙ্গণে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এর আগে সকাল ১০ টায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ ওলিউর রহমান
এবং শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ। এছাড়াও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং শিক্ষক শিক্ষিকা মন্ডলী সহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
মূখ্য আলোচকের বক্তব্যে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ আব্দুল মতিন বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কখনো প্রকাশ্যে না আসলেও তার ভূমিকা অতুলনীয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে তিনি আড়ালে সাহস জুগিয়ে গেছেন, বঙ্গবন্ধু যখন কারাগারে থাকতো তখন শেখ ফজিলাতুন্নেসা তার সুনিপুণ দক্ষতার মাধ্যমে ছেলেমেয়েদের দেখাশোনা এবং সংসার পরিচালনা করতেন। তিনি আরো বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার এত বেশি স্মরণশক্তি ছিল যার কারণে জীবন তো ডায়েরি বলে শেখ মুজিবর তাকে আখ্যায়িত করেছেন।যে সময় মানুষ পড়াশুনা থেকে বিচ্ছিন্ন ছিল সেই সময় তিনি রবীন্দ্র সংগীত,বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা বই পড়তেন, এবং পাশাপাশি তিনি পড়াশোনা করতেন। স্বাধীন বাংলাদেশ সৃষ্টির পিছনে তাই তার অবদান অসামান্য।
এছাড়াও ইসলামের ইতিহাস সাংস্কৃতি বিভাগের প্রধান অধ্যাপক ড.মোসাঃ ইয়াসমিন আকতার সারমিন, কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ওলিউর রহমান সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের আত্মার শান্তি কামনায় দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানটির সভাপতি কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেকের বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।