The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪

ঢাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ১৬ আগস্ট

চলতি আগস্ট মাসের ১৬ তারিখ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের পাঠদান শুরু হতে যাচ্ছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যেখানে উল্লেখ করা হয়,  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান ভর্তি কার্যক্রম সম্পন্ন ও ক্লাস শুরু সংক্রান্ত সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের সুপারিশ অনুমোদন করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষার্থীদের আগামী ৮ আগস্ট থেকে ১৪ আগস্টের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (https://admission.eis.du.ac.bd) জানা যাবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনিস্টিউটের অধীনে এবার মোট ৫ হাজার ৯৬৫ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবেন। যার মধ্যে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪ জন, বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৮৫১ জন, ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০ ও চারুকলা ইউনিটে ১৩০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.