ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যায়নরত রাজশাহী জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘রাজশাহী জেলা ছাত্র কল্যাণ সমিতি’র নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নং কক্ষে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের স্মরক প্রদান করা হয়।
সংগঠনটির সভাপতি রেজওয়ান আল হাসিব তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনলোজি বিভাগের অধ্যাপক মো. আশেক রায়হান মাহমুদ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদকসহ পদস্থ সদস্যবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
এ সময় অধ্যাপক মো. আশেক রায়হান মাহমুদ বলেন, এ কল্যাণ সমিতি অনেক কল্যাণময় কাজের মধ্যে এগিয়ে যাচ্ছে। তোমাদের অংশগ্রহণ এবং সক্রিয়তা বৃদ্ধির মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। সকলকে একত্র কাজ করতে হবে। সেইসঙ্গে পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখতে হবে এবং আচার ব্যবহার সুন্দর হতে হবে। এটা শুধু বংশের নয় বরং নিজ এলাকারও পরিচয় বহন করে।
পরে দুপুরে প্রীতিভোজ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।