The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪

ইবিতে গাজীপুর জেলা কল্যাণের সভাপতি সালাহউদ্দিন, সম্পাদক হামিম

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের ( ইবি) গাজীপুরে জেলা ছাত্র কল্যাণের ২০২৩-২৪ অর্থবছরের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে গণিত বিভাগের (২০১৬-১৭) শিক্ষার্থী সালাহ উদ্দিন মাহমুদ এবং সাধারণ সম্পাদক পদে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের (২০১৯-২০) শিক্ষার্থী হামীম প্রধান-কে আগামী এক বছরের জন্য দায়িত্ব দেয়া হয়।

রবিবার (৩০ জুলাই) ইংরেজী বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আজগর হোসেন নতুন এই কমিটিকে দায়িত্ব অর্পন করেন।

এছাড়া কমিটিতে সহ-সভাপতি পদে হাসান শাহরিয়ার, আল-আমিন, নুর বায়েজিদ, আহসান হাবিব রিহাদ, মো: মুস্তাকিম মুসল্লী পিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো: মেহেদী হাসান সিকদার, হামিদা আকন্দ, সাংগঠনিক সম্পাদক পদে ফুয়াদ হাসান ফাহিম, আশরাফুল ইসলাম অপু, কোষাধ্যক্ষ পদে রেদওয়ানুল আলম, দপ্তর সম্পাদক পদে শহিদুল ইসলাম দীপ্ত, সহ-দপ্তর সম্পাদক পদে কবির হাসান, প্রচার সম্পাদক পদে আশিকুর রহমান মৃধ্যা, সহ-প্রচার সম্পাদক পদে মাসুদা জাহান, নারী বিষয়ক সম্পাদক পদে হাফসা মেহেদীন শ্রাবণী, সহ-নারী বিষয়ক সম্পাদক পদে শামসুন নাহার সুমী, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে নাফিজ রহমান সায়েম সহ- তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে পূজা রানী দত্ত, শিক্ষা বিষয়ক সম্পাদক পদে রাহাদুল ইসলাম শিপন, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক পদে জেসমিন জিয়াত জ্যোতি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে ইশতিয়াক ফেরদৌস ইমন, সহ- সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে শারমিন আক্তার লিমা, ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে আসাদুজ্জামান আসাদ দায়িত্ব পান। এবং কার্য নির্বাহী সদস্য হিসেবে ইউসুফ, তাসমিমা কলি, মাসুদা রহমান রনি, রাইসাতুল জান্নাত, স্বপ্না চৌধুরী যুক্ত হয়।

এর আগে, দুপুর ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল অনুষদ ভবনের দ্বিতীয় তলায় জেলা কল্যাণের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়। এসময় নবীনদের ফুল ও উপহার দিয়ে বরণ এবং প্রবীণদের ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা করা হয়।

এ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ইলিয়াস সৈকতের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আজগর হোসেন, বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক ও সহকারী প্রক্টর মো. ইয়ামিন মাসুম।

You might also like
Leave A Reply

Your email address will not be published.