The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪

যবিপ্রবির ফলিত বিজ্ঞান অনুষদের নতুন ডীন ড. মাহফুজুর রহমান

যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন হিসেবে নিয়োগ পেয়েছেন ক্লাইমেট এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড.মোহাম্মদ মাহফুজুর রহমান।

রবিবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃআহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন হিসেবে পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড.সাইবুর রহমান মোল্যা কে ০৮/০৭/২০২৩ খ্রি. তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডীনের দায়িত্ব প্রদান করা হয়। উক্ত দায়িত্বের অবসান করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০০১ এর ২৩(৫) ধারা মোতাবেক অনুষদভুক্ত বিভাগসমূহের পালাক্রমে ক্লাইমেট এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ মাহফুজুর রহমান -কে ২৩/০৭/২০২৩ খ্রি. তারিখ হতে পরবর্তী ০২ (দুই) বছরের জন্য ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীনের দায়িত্ব প্রদান করা হয়।

নতুন দায়িত্ব প্রসঙ্গে ড.মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, এটি বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্ব যা আমার উপর অর্পিত হয়েছে এবং আমি সকলের কাছে দোয়া ও সহযোগিতা চাচ্ছি যেন আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।

You might also like
Leave A Reply

Your email address will not be published.