The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪

যবিপ্রবিতে প্রাথমিক ভর্তি শুরু কাল

যবিপ্রবি প্রতিনিধিঃ ২০২২-২৩ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) প্রাথমিক ভর্তির তারিখ ঘোষণা করা হয়েছে। আগামীকাল ২২ জুলাই থেকে ২৬ জুলাই তারিখের মধ্যে এ কার্যক্রম অনুষ্ঠিত হবে। সে হিসেবে চার দিনের মধ্যে এ প্রক্রিয়া শেষ করতে হবে।

বৃহস্পতিবার (২০ জুলাই) যবিপ্রবি রেজিস্ট্রার প্রকৌশলী মো: আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞতির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গুচ্ছ -র (GST) ওয়েবসাইটে প্রকাশিত ১ম মেধাতালিকায় বিষয়প্রাপ্ত শিক্ষার্থীরা আগামীকাল শনিবার (২২ জুলাই) দুপুর ১২:০০ ঘটিকা হতে আগামী মঙ্গলবার (২৫ জুলাই) রাত ১১:৫৯ ঘটিকা পর্যন্ত অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে পাঁচ হাজার টাকা (৫০০০ টাকা) জমা দিয়ে প্রাথমিক ভর্তি নিশ্চিত করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যবিপ্রবিতে বিষয়প্রাপ্ত অনলাইনে ফিসপ্রদানকারী শিক্ষার্থীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমানের মূল নম্বরপত্র আগামী ২২ জুলাই হতে ২৬ জুলাইয়ের মধ্যে যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের জীব বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের অফিস কক্ষে (কক্ষ নং ৪৩৩) জমা দিতে হবে।

এছাড়াও প্রাথমিক ভর্তির প্রক্রিয়া, নিয়মাবলি ও দিকনির্দেশনা যবিপ্রবির অফিসিয়াল ওয়েবসাইটে প্রদান করা হয়েছে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.