The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষের ভর্তি শুরু ১ আগস্ট

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি শুরু হবে ১ আগস্ট থেকে যা চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত। এছাড়াও ক্লাস শুরু হবে ২৫ সেপ্টেম্বর।

বুধবার (১৯ জুলাই) দুপুরে রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতি ও কার্যকারিতার জন্য আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে, (২০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ভর্তি কমিটির সভার ৩ (১১) নং সিদ্ধান্তে অনুযায়ী ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক / স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি শুরু ও শেষ তারিখ এবং ক্লাস শুরুর তারিখ নিম্নবর্ণিতভাবে নির্ধারিত হয়েছে। ভর্তি শুরুর তারিখ ১ আগস্ট, ভর্তির শেষ তারিখ ১ সেপ্টেম্বর এবং ক্লাস শুরুর তারিখ ২৫ সেপ্টেম্বর।

মেধাতালিকাভুক্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার ও ভর্তি কার্যক্রমও ১ আগষ্টে থেকে শুরু হবে।

প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গত ২৯ সি ইউনিট, ৩০ এ ইউনিট এবং ৩১ মে বি ইউনিটের অনুষ্ঠিত হয়।

You might also like
Leave A Reply

Your email address will not be published.