দীপংকর ভদ্র দীপ্ত, নিটার: ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এ অনুষ্ঠিত হয়ে গেল ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্টদের নিয়ে সেমিনার। এ সেমিনারটি আয়োজন করে নিটারের ফ্যাশন ডিজাইন এন্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং (এফডিএই) ডিপার্টমেন্ট।
রবিবার (১৬ই জুলাই) নিটারের কনফারেন্স রুমে “মিট দ্যা ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্ট” শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে এফডিএই বিভাগের কোর্স-কারিকুলাম, এফডিএই বিভাগের বর্তমান প্রেক্ষাপটসহ শিক্ষক-শিক্ষার্থী সহায়ক অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উক্ত সেমিনারে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইফতেখার আনোয়ার, সহকারী ম্যানেজার (মার্চেন্ডাইজিং), টেক্স-ইবো ইন্টারন্যাশনাল (প্রাঃ) লি. ও জনাব কাঞ্চন চৌধুরী, সহকারী ম্যানেজার (ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট), ঊর্মি গ্রুপ।
আরও উপস্থিত ছিলেন নিটারের পরিচালক ড. মোহাম্মদ জোনায়েবুর রশীদ, এফডিএই ডিপার্টমেন্টের বিভগীয় প্রধান ইসমত জেরিনসহ সম্মানীত শিক্ষকবৃন্দ ও এফডিএই বিভাগের শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন নিটারের সহকারী অধ্যাপক জনাব আলভী আল সৃজন।
এফডিএই ডিপার্টমেন্টের বিভগীয় প্রধান ইসমত জেরিন বলেন, ৩ থেকে ৫ বছর পর পর প্রতিটি ডিপার্টমেন্টের সিলেবাস পরিমার্জিত করতে হয়। এরই ধারাবাহিকতায় ইন্ডাস্ট্রির চদিহা পূরণে সিলেবাস পরিমার্জিত করা হবে। যা ২০২৩-২৪ শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের থেকে কার্যকর হবে।”
টেক্স-ইবো ইন্টারন্যাশনাল (প্রাঃ) লি. সহকারী ম্যানেজার (মার্চেন্ডাইজিং) জনাব জনাব ইফতেখার আনোয়ার বলেন, “নিটারের এফডিএই সিলেবাসটি ইন্ডাস্ট্রির জন্য পর্যাপ্ত এবং ভাস্ট একটি সিলেবাস। বলা যায় ইন্ডাস্ট্রির প্রায় ৯৯ শতাংশ এই সিলেবাস কাভার করে।”
ঊর্মি গ্রুপের সহকারী ম্যানেজার (ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট) জনাব কাঞ্চন চৌধুরী শিক্ষার্থীদের কমিউনিকেশন, ডিজাইন প্রেজেন্টেশন ও মার্কেটিং প্রমোশন স্কিল উন্নয়নে গুরুত্ব দিতে বলেন। এছাড়াও তিনি সাস্টেনেবল ফ্যাশন, শিক্ষার্থীদের সিভি তৈরি ও উচ্চ শিক্ষা বিষয়ে ধারণা দেন।
নিটারের পরিচালক ড. মোহাম্মদ জোনায়েবুর রশীদ বলেন, “শিক্ষার্থীদের নিয়ে দেশের ইন্ডাস্ট্রি ও ফ্যাশন ব্র্যান্ড গুলোর বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করা উচিত। কোনো ইন্ডাস্ট্রি বা ফ্যাশন ব্র্যান্ড এ বিষয়ে এগিয়ে না আসলে আগামীতে নিটারই এমন উদ্যোগ গ্রহণ করবে।”
সেমিনারটি শিক্ষার্থীদের প্রশ্ন উত্তর পর্বের মধ্য দিয়ে শেষ হয়। প্রশ্ন উত্তর পর্বে অতিথিরা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়।