The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

খুবি ছাত্রকে পিটুনি, সড়ক অবরোধ

খুবি প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক ছাত্রকে মারধরের ঘটনায় খুলনা-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করেছিলেন সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার বেলা ১টার দিকে নগরীর গল্লামারি মোড়ে এ ঘটনা ঘটে। প্রশাসনের আশ্বাসে আড়াই ঘণ্টা পর বেলা সাড়ে ৩টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়।

শিক্ষার্থীরা জানান, শুক্রবার বেলা ১১টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণিত ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের ছাত্র শাফায়েত সাগর মোটরসাইকেলে করে শহরে যাচ্ছিলেন। পথে জয়বাংলা কলেজের সামনে একটি ট্রাক তাকে চাপ দেওয়ার চেষ্টা করে।

এ সময় তিনি মোটরসাইকেল থামিয়ে ট্রাকচালকের সঙ্গে কথা বলতে গেলে উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে সহযোগীসহ ট্রাকচালক তার গায়ে আঘাত করে। তিনি নাক ও মুখে মারাত্মকভাবে জখম হন।

তারা আরও জানান, মারধরের বিষয়টি সমাধানের চেষ্টা করা হলে পুলিশের দুই কর্মকর্তা উল্টো শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ ও মামলার হুমকি দেওয়ার অভিযোগ করেন।

এদিকে ক্যাম্পাসে এ খবর ছড়িয়ে পড়লে বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা নগরীর গল্লামারি মোড়ে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করে। অবরোধরত শিক্ষার্থীরা সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ও মারধরকারীদের দ্রুত শাস্তির দুই দফা দাবি জানান।

অবরোধের মুখে খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে ছাত্রদের শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে খুলনা (দক্ষিণ বিভাগ) পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ তাজুল ইসলামের আশ্বাসে বেলা সাড়ে ৩টায় অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।

You might also like
Leave A Reply

Your email address will not be published.