The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪

বশেমুরবিপ্রবিতে শিক্ষক-কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন সাবেক ৩ শিক্ষার্থী

মোঃ রাসেল হোসেন, বশেমুরবিপ্রবিঃ নিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন বশেমুরবিপ্রবির সাবেক তিন শিক্ষার্থী। নিয়োগ প্রাপ্তদের মধ্যে দুইজন শিক্ষক হিসেবে এবং একজন সহকারী প্রোগ্রামার হিসেবে নিয়োগ পেয়েছেন।

বুধবার রেজিস্ট্রার মো. দলিলুর রহমান স্বাক্ষরিত নিয়োগপত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন ২০১৪-১৫ শিক্ষাবর্ষের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. ফেরদৌস ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ফাতেমা খুকুমণি। একইসাথে সহকারী প্রোগ্রামার হিসেবে নিয়োগ পেয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১১-২০১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহমুদুল ইসলাম।

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন যাবত শিক্ষক সংকটের কথা আলোচিত হচ্ছিল। বিষয়টি কয়েকদিন আগে বিভিন্ন সংবাদ মাধ্যমেও প্রকাশ পায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও শিক্ষক সংকটের বিষয়ে নানা তৎপরতায় যুক্ত হতে দেখা গেছে। এরই মধ্যে প্রায় দেড় ডজন শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে বশেমুরবিপ্রবিতে।

দীর্ঘদিন ধরে নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে শিক্ষক, কর্মকর্তা নিয়োগের দাবি উত্থাপিত হয়ে আসছিল সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে। যার প্রেক্ষিতে এর আগে গত বছরের জুনে প্রথমবারের মতো বাংলা বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী তন্বী সাহা ও ইংরেজি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মঈনুল ইসলাম শাওনকে নিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়। একই সাথে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে নিয়োগ পান এপ্লাইড কেমেস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল কাদের শাকিল।

সম্প্রতি রিজেন্ট বোর্ডেও অনুমোদন দেয়া হয় ১৬ জন শিক্ষক-কর্মকর্তা নিয়োগের বিষয়টি। আর এই নিয়োগে বশেমুরবিপ্রবির ৩ জন প্রাক্তন শিক্ষার্থী শিক্ষক- কর্মকর্তা পদে নিয়োগ পেলেন। কর্তৃপক্ষ নিজেদের শিক্ষার্থীদের নিয়োগ দেওয়ায় আনন্দ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাগর কুমার ঘোষ বলেন, বিশ্ববিদ্যালয় ও বিভাগ আমাদের কাছে দ্বিতীয় পরিবার। নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়োগ দেয়ার বিষয়টি চলমান থাকলে বিশ্ববিদ্যালয় দ্রুত এগিয়ে যাবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.