The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

মা, বাবা ও সাত সন্তানের জন্মদিন একই তারিখে, গিনেস রেকর্ড

পাকিস্তানের লহরের এক পরিবার এবার গিনেস বুকে নাম তুলে ফেলল এক অদ্ভূত কারণে। তাদের পরিবারের সদস্য সংখ্যা নয়জন। এই পরিবারে সকল সদস্য একই দিনে জন্ম নিয়েছেন। তার জেরেই এই পরিবার নাম তুলল ওই পরিবার।

আমির আর খুদিজা দম্পতি। এই দম্পতি দুজনের সাত সন্তান। সবচেয়ে বড় কথা তাদের যে সন্তান তাদের সকলের জন্ম তারিখ হল ১ আগস্ট। তাদের সন্তানদের মধ্য়ে সিন্ধু, সাসুই, স্বপ্না, আমির, অম্বর, আনমর, আহমার। আমির খুদিজা সহ তাদের প্রত্যেক সন্তানের জন্ম তারিখ হলো ১ আগস্ট।

গিনেস কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, আমির ও খুদেজার সাত সন্তানের বয়স ১৯ থেকে ৩০ বছরের মধ্যে। এর মধ্যে সবার বড় সিন্ধো। এরপর সাসুই ও স্বপ্না। তাঁরা যমজ বোন। তাঁদের পর জন্ম আমির ও আম্বারের। এই দম্পতির সবশেষ দুই সন্তান আম্মার ও আহমার। তাঁরাও যমজ ভাই।

আমির-খুদেজা দম্পতির সাত সন্তান স্বাভাবিক প্রক্রিয়ায় পৃথিবীতে এসেছে। তাঁদের কারও অস্ত্রোপচার (সিজার) করাতে হয়নি। এ জন্য তাঁদের নাম গিনেস রেকর্ডসে এসেছে। কোনো সন্তানের জন্মও যদি অস্ত্রোপচারের মাধ্যমে হতো, তাহলে গিনেস রেকর্ডসে তাঁদের নাম আসত না।

আমির ও খুদেজার কাছে ১ আগস্ট আরও একটি কারণে বিশেষ। দিনটি একই সঙ্গে তাঁদের জন্মদিন ও বিবাহবার্ষিকী। ১৯৯১ সালের এই তারিখেই তাঁরা বিয়ে করেন। একই দিনে জন্ম নেওয়া সবচেয়ে বেশি ভাইবোনের রেকর্ডও নিজেদের করে নিয়েছেন আমির–খুদেজার সাত সন্তান। এর আগের রেকর্ডটি ছিল যুক্তরাষ্ট্রের কামিন্স পরিবারের। তাঁরা ছিলেন পাঁচ ভাইবোন। তাঁদের সবার জন্মদিন ২০ ফেব্রুয়ারি। এ ছাড়া বিশ্বে আর কারও এমন রেকর্ড নেই।

আমির জানান, ১৯৯২ সালের ১ আগস্ট যখন তাঁদের প্রথম সন্তান সিন্ধোর জন্ম হয়, তখন যারপরনাই আশ্চর্য হয়েছিলেন তিনি ও তাঁর স্ত্রী খুদেজা। এরপর একে একে বাকি ছয় সন্তানেরও একই দিনে জন্ম হতে দেখে একইভাবে অবাক হন তাঁরা। একে ‘আল্লাহর উপহার’ বলেন এই দম্পতি।

You might also like
Leave A Reply

Your email address will not be published.