The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

পাখা ছাড়া উড়ন্ত ডিভাইস তৈরিতে নিটার শিক্ষার্থী মারুফের সফলতা

বাংলাদেশে প্রথম বারের মতো পাখা ছাড়া উড়ন্ত ডিভাইস বানানোর ক্ষেত্রে সফলতা অর্জণ করেছে ঢাকার সাভারের জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার)-এর ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মো রবিউল আলম মারুফ।

রবিউল আলম মারুফ তার এই পাখা ছাড়া উজন্ত ডিভাইস বানানোর গবেষণায় প্রাথমিকভাবে আংশিক প্রয়োগমূলক সাফলতা অর্জন করেছেন। তার এই গবেষণা প্রকল্পের নাম “Development of Antigravity Device using Artificial Intelligence”.

মারুফ তার এই গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য সরকারের কাছ থেকে আর্থিক অনুদানও পেয়েছেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ বিভাগ থেকে ২০২০-২০২১ অর্থ বছরে এই গবেষণা অনুদান পেয়েছেন। তিনি ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স, পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানে (AERE) গবেষণা করেছেন এবং প্রায় ১০ মাস ব্যাপী ৭০ বারের অধিক পরীক্ষা নিরীক্ষা চালানোর পরে এই সফলতা অর্জন করতে সক্ষম হয়েছেন।

রবিউল আলম মারুফ জানান, তিনি তার পাখা ছাড়া উড়ন্ত ডিভাইস বনানোর কাজে এন্টিগ্রাভিটি ডিভাইসের জন্য প্লাজমা জেনারেটর ব্যবহার করেছেন এবং ডিভাইসটি সফলভাবে উড়েছে।

তিনি আরও বলেন, এটি যান্ত্রিকভাবে সহজ এবং টারবাইন কিংবা পাখার মতো জটিল পদ্ধতি এখানে নেই। এই বৈজ্ঞানিক পদ্ধতির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এটি একটি শব্দহীন গতিবেগ সৃস্টি করতে সক্ষম। যেখানে ড্রোন কিংবা প্রাসঙ্গিক ডিভাইস পরিবেশে শব্দ দূষণ করে। প্লাজমা জেনারেশন ভিত্তিক এন্টিগ্রাভিটি লিফটার গ্রাভিটির বিপরীত ক্রিয়াশীল একটি নতুনত্বপূর্ণ প্রযুক্তি,  যা স্টার ওয়ার্স চলচ্চিত্রে দেখানো STARSHIP বিমান ডিজাইনের অনুকরণ করতে পারে ভবিষ্যতে।

স্টারশিপ

Turbine/Propeller সম্পর্কিত প্রযুক্তিগুলোর পরিবর্তে এটি বিকল্প পদ্ধতি হিসাবে ব্যবহার করার সম্ভাবনা সৃস্টি করে। প্রযুক্তিটি ব্যবহার করে স্যাটেলাইটগুলো পৃথিবীর চারপাশে ঘুরে । যুক্তরাষ্ট্রের এমআইটি বিশ্ববিদ্যালয় এই প্লাজমা জেনারেশন প্রযুক্তিটি ব্যবহার করে Aerodynamic এ অভিনব সাফল্য অর্জন করেছে।

বর্তমানে মোঃ রবিউল আলম ঢাকার সাভারের জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার)- -এ তৃতীয় বর্ষে পড়াশোনা করছেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.