The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪

আবারও অনলাইন ক্লাসে যাচ্ছে যবিপ্রবি

যবিপ্রবি প্রতিনিধিঃ আবারও অনলাইন ক্লাসে ফিরছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। গত রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সকল ডিন, চেয়ারম্যান ও দপ্তর প্রধানদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার ১০ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের সকল বর্ষের ক্লাস অনলাইনে নির্ধারিত রুটিন অনুযায়ী পরিচালিত হবে। প্রত্যেক বিভাগের নিজস্ব ডিজিটাল ক্লাসরুম থেকে এ অনলাইনে ক্লাস পরিচালিত হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন বাজেটের কতিপয় ব্যায় হ্রাসকরণ ও বিদেশভ্রমণ সীমিতকরন প্রসঙ্গে সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী, যবিপ্রবি জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আজ সোমবার (১০ই জুলাই) দুপুর ১২ টায় উপাচার্যের নিজস্ব সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন।

এ সময় সাংবাদিকদের সাথে যবিপ্রবি উপাচার্য বলেন, ২০২৩-২০২৪ সালে বিদ্যুৎ খাতে আমরা ৩ কোটি ২০ লক্ষ টাকা বাজেট পেয়েছি এবং সরকার বলেছে আমাদের ২৫ শতাংশ বিদ্যুতের ব্যবহার কমাতে হবে অর্থাৎ আমরা ৭৫ শতাংশ বিদ্যুৎ ব্যবহার করতে পারব। সেই হিসেবে আমদের ২ কোটি ৪০ লক্ষ টাকা দিয়ে বিশ্ববিদ্যালয়ের সকল কাজ চালাতে হবে। মোট টাকাকে যদি প্রতি মাসে হিসাব করি তাহলে আমরা মাসে ১২ লক্ষ টাকার বিদ্যুৎ ব্যবহার করতে পারব। কিন্তু আমাদের বর্তমান মাসিক বিদ্যুৎ খরচ হচ্ছে ২০ লক্ষ টাকা।

এছাড়া জ্বালানি খাতে, সরকার এবার বাজেট দিয়েছে ১ কোটি ৫০ লক্ষ টাকা। বিধি অনুযায়ী ব্যবহার করতে পারব ১ কোটি ২০ লক্ষ টাকা। কিন্তু আমাদের গত বছরের বকেয়া আছে ৩৪ লক্ষ ২৪ হাজার টাকা। সেই হিসেবে আমরা ৭৫ লক্ষ ৭৬ হাজার টাকা ব্যবহার করতে পারব। এসব কিছুর প্রেক্ষিতে আমাদের বিদ্যুৎ এবং জ্বালানি খরচ কমাতে এ ধরনের সিদ্ধান্ত নিতে হয়েছে।

তিনি আরো বলেন, আমি আমার সকল ডীন এবং চেয়ারম্যানদের নির্দেশ দিয়েছি তারা তাদের শিক্ষকদের বলে দিবেন তারা যেন শিক্ষকরা বিভাগের নিজস্ব ডিজিটাল ক্লাস রুমে বসে ক্লাস নেন। এসময় কোন শিক্ষার্থী যদি চায় সে স্যারের সামনে বসে ক্লাস করবেন তাহলে সে করতে পারবে। এছাড়া যে সকল শিক্ষার্থী থিসিস করছেন তারা তাদের প্রয়োজনে ল্যাবে কাজ করতে পারবেন এজন্য বিশ্ববিদ্যালয় থেকে কোন বাধা নেই।

এ সময় উপস্থিত ছিলেন, যবিপ্রবি রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব, প্রধান প্রকৌশলী অধ্যাপক ড. মো. আনিসুর রহমান (অতিরিক্ত দায়িত্ব), প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. এইচ. এম জাকির হোসাইন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সাইবুর রহমান মোল্যা, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তানভীর ইসলাম, কলা এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাফিজ উদ্দিন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ।

You might also like
Leave A Reply

Your email address will not be published.