The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ৩০শে অক্টোবর, ২০২৪

তামিমের অবসর: সাকিব থেকে মুস্তাফিজ কে কি প্রতিক্রিয়া দেখালো!

তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাৎ করে অবসরের ঘোষণার পরই তোলপাড় চলছে ক্রিকেট বিশ্বে। মাশরাফি বিন মর্তুজা থেকে মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদসহ অনেকেই গতকাল তামিমের বিদায়ে কিছু না কিছু বলেছেন।

তবে বন্ধু তামিমের বিদায়ের ধাক্কা কাটাতেই যেন সাকিব আল হাসানের একটু সময় লেগেছে। বন্ধুকে নিয়ে আজ সকালে সামাজিক মাধ্যমে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন সাকিব।

চট্টগ্রামে চলছে বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। গত পরশু প্রথম ওয়ানডেতে খেলেন তামিম, যা তাঁর আন্তর্জাতিক ক্রিকেটের শেষ ম্যাচ। আর বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক গতকাল দুপুরে কাঁদতে কাঁদতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

সদ্য সাবেক হওয়া তামিমকে নিয়ে স্মৃতি রোমন্থন করেছেন সাকিব। বাংলাদেশের এই অলরাউন্ডার আজ সকালে ফেসবুকে লিখেছেন, ‘২০০৩ থেকে জাতীয় দলের অনূর্ধ্ব-১৫ ক্রিকেটে আমাদের একসাথে প্রথম পথ চলা এবং গত ২০ বছর ধরে আমাদের স্বপ্ন ও লক্ষ্যগুলো একসাথে ভাগ করে একটি দৃঢ় বন্ধন ও বন্ধুত্ব গড়ে তুলেছি। বাংলাদেশের ক্রিকেটকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি এবং তোমার আবেগ ও আগ্রাসন আরও অনেককে অনুপ্রাণিত করতে সহায়তা করেছে। একই লক্ষ্য অর্জন করতে আমরা একে অপরের ওপর নির্ভর করেছিলাম আমাদের দেশের জয়লাভ করার জন্য।’

বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড করেছেন তামিম। তিন সংস্করণ মিলে ৩৮৫ ম্যাচে ৩৫.৩৯ গড়ে করেছেন ১৫১৪৮ রান। সর্বোচ্চ ২৫ সেঞ্চুরির রেকর্ডও করেছেন বাংলাদেশের এই বাঁহাতি ওপেনার।

তামিমের রেকর্ডের কথা উল্লেখ করে শুভকামনা জানিয়ে সাকিব বলেছেন, ‘তোমার রান ও রেকর্ডগুলো নিজের পক্ষে কথা বলে এবং তুমি যা অর্জন করেছ, সতীর্থ হিসেবে তার জন্য আমরা অত্যন্ত গর্বিত। তোমার সঙ্গে আর মাঠে না থাকাটা অদ্ভুত হবে… কিন্তু যখন আমরা প্রতিটি লড়াইয়ে পা রাখব, তোমার আগুন তখন আমাদের সবার ভেতরে জ্বলবে। তুমি তোমার নতুন জীবনে ছক্কা হাঁকাতে থাকো এবং তোমার প্রিয়জনের সাথে নতুন মুহূর্তগুলো উপভোগ করো।’

তামিমের হঠাৎ অবসরে সামাজিক মাধ্যমে মাশরাফি, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিম, লিটন দাসরা স্ট্যাটাস দিয়েছেন। মাশরাফি ফেসবুকে লিখেছেন, ‘একজন তামিম হয়ে উঠতে কতটা পরিশ্রম, কতটা সময়, কতটা মেধা, কত ত্যাগ থাকতে হয়, তা সময় সবকিছু বুঝিয়ে দেবে।’

আশরাফুল বলেছেন, ‘তামিম, গত ১৯টা বছর তুমি আমাদের অনেক বিনোদন দিয়েছ। আমি বলব, ২০১৪-১৮ পর্যন্ত তোমার ক্যারিয়ারের সেরা সময় গিয়েছে। ওই সময় তোমার গড় ৭০+ ছিল। অসাধারণ নেতৃত্ব দিয়েছ। বাংলাদেশের হয়ে অনেক অবদান রেখেছ।’

অন্যদিকে তামিমকে বাংলাদেশের সেরা ব্যাটার বলে মুশফিক লিখেছেন, ‘বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, আমরা একসঙ্গে আর ড্রেসিংরুম ভাগাভাগি করব না এবং দেশকে জয় এনে দেব না। তোর কৃতিত্বের জন্য আমি গর্বিত। তুই বাংলাদেশের ক্রিকেটের জন্য যা করেছিস, সাধুবাদ জানাই। বিদায় বন্ধু—আমার চোখে আমাদের দেশের সেরা ব্যাটার তুই। সত্যিই তোর জন্য গর্বিত।’

তামিমের অনুপস্থিতিতে বর্তমান ওয়ানডে অধিনায়ক লিটন লিখেছেন, ‘একসঙ্গে ব্যাট করেছি, ড্রেসিংরুম ভাগাভাগি করেছি। একসঙ্গে অনেক স্মৃতি রয়েছে আমাদের। আপনি আর খেলবেন না, সেটি বিশ্বাস করতে পারছি না। আপনাকে খুব মিস করব ভাই।’

এদিকে তামিমের অবসরের খবর বিশ্বাসই করতে পারেননি মোস্তাফিজুর রহমান, ‘খবরটা শুনে অবাক হয়েছি। নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না! আমি সব সময় আপনার নেতৃত্ব এবং আমার কাঁধে আপনার সহায়তার হাত মিস করব তামিম ভাই।’

You might also like
Leave A Reply

Your email address will not be published.