ঢাকার আকাশে রোদ-বৃষ্টির লুকোচুরি খেলা চলছে। তবে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে আজ শুধুই মেঘের ভেলা। দেশের ক্রিকেট আকাশের এক তাঁরা যে আজ খসে পড়েছে। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল খান আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন। তুলে রাখলেন ব্যাট-প্যাড।
তবে হঠাৎ করেই তামিমের এমন সিদ্ধান্ত ভক্ত-সমর্থকদের সঙ্গে মানতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস তামিমের এমন সিদ্ধান্তে অবাকই হয়েছেন।
বোর্ড পরিচালক বলেন, ‘তামিমের হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা একদমই অপ্রত্যাশিত, যেটা অনাকাঙ্খিত। খুবই দুঃখজনক। আমরা এর জন্য মোটেও প্রস্তুত ছিলাম না।’
জালালের মতে, তামিম ইচ্ছে করলে আরও ২ বছর অনায়াসে জাতীয় দলে খেলতে পারতো। বোর্ড থেকে তামিমকে সিদ্ধান্ত বদলের জন্য কোন অনুরোধ জানানো হবে কি না এমন প্রশ্নের জবাবে জালাল বলেন, ‘আমরা বোর্ড থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবো।’