The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪

ব্যাঙ নিয়ে সচেতনতা বৃদ্ধিতে ঢাকা টু বাংলাবান্ধা সাইক্লিং

সাকিবুল ইসলাম, জবি প্রতিনিধি: ব্যাঙ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সাইক্লিং ক্যাম্পেইন করেছেন তিন বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী। এরা ঢাকা থেকে বাংলাবান্ধা পর্যন্ত প্রায় ৫৫০ কিলোমিটার সাইক্লিং ক্যাম্পেইন সম্পন্ন করেন।

বৃহস্পতিবার বিকেলে বাংলাবান্ধা পৌঁছে সাত দিন ব্যাপী এই ক্যাম্পেইনের সমাপ্তি ঘোষণা করা হয়। ব্যাঙ চেনা, এর প্রজনন, খাদ্য, হুমকি ইত্যাদি বিষয়ে ২৩ থেকে ২৯ জুন পর্যন্ত এ ক্যাম্পেইন করা হয়।

সাইক্লিং এ অংশ নেয়া শিক্ষার্থীরা হলেন : জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী সজীব বিশ্বাস, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিএমই বিভাগের শিক্ষার্থী নিলয় চন্দ্র মন্ডল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুশীল মালাকার।

ব্যাঙের সচেতনতা বৃদ্ধিতে এই শিক্ষার্থীরা ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও,পঞ্চগড় জেলার বিভিন্ন স্কুলে, লোকালয়ে, বাজারে, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে, মন্দির, মসজিদ, পার্কে এবং সংরক্ষিত বনাঞ্চলের (গাজীপুর ন্যাশনাল পার্ক, মধুপুর ন্যাশনাল পার্ক, বীরগঞ্জ ন্যাশনাল পার্ক) আশেপাশে ব্যাঙ চেনা, প্রজনন, খাদ্য, হুমকি নিয়ে এই ক্যাম্পেইন পরিচালনা করে৷

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রকৃতি বিষয়ক সংগঠন ‘নেচার স্ট্যাডি এন্ড কনজারভেশন ক্লাব’ এর তিন সদস্য সাতদিনের এই ক্যাম্প করেন। সাইক্লিং ক্যাম্পেইনের সার্বিক সহায়তায় ছিলেন ব্যাঙ বিষয়ক প্রতিষ্ঠান ‘সেভ দ্যা ফ্রগস’।

ক্লাবটির সভাপতি সজীব বিশ্বাস ক্যাম্পেইন শেষে বলেন, বাঙালী সংস্কৃতির সাথে ব্যাঙের সম্পর্ক বুঝতে, ধর্মীয় দৃষ্টিকোণে ব্যাঙের ধারণাসহ ব্যাঙ নিয়ে আমাদের দেশীয় ভ্রান্ত ধারণা নিরসন, স্থানীয় মানুষের ব্যাঙ নিয়ে ধারণা বুঝতে আমরা প্রায় দেড় হাজারের বেশি মানুষের সাথে জরিপ করেছি। এছাড়াও বিভিন্ন স্থানে বাচ্চাদের চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয়।

এর আগে ব্যাঙ নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২৩ জুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আব্দুলাহ্ আল মাসুদ, ক্লাবটির আহবায়ক অধ্যাপক ড. অনির্বাণ সরকার সহ অন্যান্য শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণে “সাইক্লিং ফর সেভ দ্যা ফ্রগস” ক্যাম্পেইন উদ্বোধন ঘোষণা করা হয়।

You might also like
Leave A Reply

Your email address will not be published.