The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪

বুয়েট ভর্তি পরীক্ষায় ইউআরপি বিভাগে প্রথম শাফিন এবং স্থাপত্যে সাফওয়ান

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট)  ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে গতকাল সোমবার। বুয়েটের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে ভর্তি পরীক্ষার এ ফল প্রকাশ করা হয়।

গতকাল রাতে প্রকাশিত ফলাফলে দেখা যায়, প্রকৌশল এবং নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগে প্রথম হয়েছেন রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থী শাফিন আহমেদ। আর স্থাপত্য বিভাগের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন সাফওয়ান শরীফ।

গত ১০ জুন প্রকৌশল বিভাগ সমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এর জন্য মডিউল-এ, প্রকৌশল বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ এর জন্য মডিউল-বি দুই শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শনিবার বুয়েট ক্যাম্পাসে দুই শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে প্রথম শিফটে সকাল ১০টা হতে দুপুর ১২টা এবং দ্বিতীয় শিফটে দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ হবে আগামী ২৬ জুন।

এর আগে, গত ২০ মে দুই ধাপের ভর্তি পরীক্ষার বুয়েটের প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় আবেদনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে বাছাইকৃত ১৮ হাজার ২২৫ জন শিক্ষার্থী অংশ নেন। প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফলের মেধাক্রম অনুসারে প্রতি শিফটের ১ম থেকে ৩০০০তম পর্যন্ত দুই শিফটে (মডিউল-এ এবং মডিউল-বি) মোট ৬ হাজার ২২ জন শিক্ষার্থী মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হন। শনিবার এসব শিক্ষার্থী মূল ভর্তি পরীক্ষায় অংশ নেন।এর মধ্যে ছেলে শিক্ষার্থী ৪ হাজার ৬১৮ জন এবং মেয়ে শিক্ষার্থী ১ হাজার ৪০৪ জন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.