The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

জাবিতে প্রক্সি দিতে এসে আটক,দুই শিক্ষার্থীকে এক বছরের কারাদন্ড

জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রথমবর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনে পরীক্ষায় জালিয়াতির অপরাধে দুজনকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (১৯ জুন) রাত ১০ টায় নিবার্হী ম্যাজিস্ট্রেট ও আশুলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শহীদুল ইসলাম সোহাগ এ দন্ড প্রদান করেছেন বলে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান।

জিজ্ঞাসাবাদে জানা যায় তাদের একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী এবং অন্যজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

সোমবার (১৯জুন) ‘বি’ ইউনিটের তৃতীয় শিফটের পরিক্ষা চলাকালীন সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ বিল্ডিং এর ৪০১ নম্বর কক্ষে দায়িত্বরত শিক্ষকের সহায়তায় “নাজমুল হক” নামে এক ভর্তিচ্ছুর
প্রক্সি দিতে এসে “সোহেল রানা” নামক এক শিক্ষার্থীকে আটক করা হয়। তিনি নিজেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী হিসেবে দাবি করেছেন। তার গ্রামের বাড়ি রাজশাহী জেলার বাগমারা উপজেলায়।

জিজ্ঞাসাবাদে তিনি আরো বলেন, নাজমুল নামে এক পরীক্ষার্থীর পরিবর্তে ৩০ হাজার টাকার বিনিময়ে এ পরীক্ষা দিতে এসেছি।

অপরদিকে একইদিন চতুর্থ শিফটের পরিক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি থেকে দায়িত্বরত শিক্ষকের সহায়তায় “মুঈন তাজদীদ মাহি” নামে ভর্তিচ্ছুর প্রক্সি দিতে এসে “মোস্তাফিজুর রহমান শাকিল” নামে এক শিক্ষার্থীকে আটক করা হয়। তিনি নিজেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী হিসেবে দাবি করেছেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়।

জিজ্ঞাসাবাদে তিনি আরো বলেন,জামালপুর জেলার হাসানুজ্জামান ও আনন্দমোহন কলেজের এক শিক্ষার্থীর মাধ্যমে ইউনিটভিত্তিক ৪০ হাজার টাকা চুক্তিতে প্রক্সি দিতে এসেছি।

ভর্তি জালিয়াতির সাথে সংশ্লিষ্ট দুই অপরাধীর শাস্তির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, পাবলিক পরীক্ষা অপরাধ আইন ১৯৮০ এর ৩ (খ) ধারা অনুযায়ী ও ভ্রাম্যমান আদালত আইন-২০০৯ অনুযায়ী অপরাধীদেরকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০ টাকা জরিমানা ও জরিমানা অনাদায়ে ৩ দিনের অতিরিক্ত কারাদণ্ড দেয়া হয়েছে।

 

You might also like
Leave A Reply

Your email address will not be published.