The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

সড়ক দুর্ঘটনায় বাকৃবি শিক্ষার্থী নিহত

বাকৃবি প্রতিনিধিঃ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী ফরিদ উজ জামান রিফাত নিহত হয়েছেন।

তিনি বাকৃবির দ্বিতীয় বর্ষের (২০২০-২১ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ও ঈশা খাঁ হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যতে শোকাহত পুরো বাকৃবি পরিবার।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ জুন) রাত ১০ টার দিকে পিতাকে ডাক্তার দেখিয়ে ময়মনসিংহ থেকে নেত্রকোনায় নিজ বাসায় যাচ্ছিলেন রিফাত। ফেরার পথে নেত্রকোনা পূর্বধলা উপজেলায় তাদের বহনকারী সিএনজি এবং বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রিফাত ও তার বাবা সহ সিএনজিতে অবস্থানরত আরও দুইজন যাত্রী আহত হন। পরবর্তীতে তাদেরকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন।

নিহত রিফাত নেত্রকোনা পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৮ ব্যাচের শিক্ষার্থী ছিলেন এবং বর্তমানে বাকৃবির শিক্ষার্থী ছিলেন। তার অকাল বিদায়ে স্তব্ধ তার বন্ধু, পরিবার ও স্বজনেরা। শোকের ছায়া নেমেছে শিক্ষক এবং সহপাঠীদের মাঝে।

তার বিদায়ের খবরে তার এক সহপাঠী শোক প্রকাশ করে বলেন, ‘আজকে দুপুর এ ফরিদ এর লগে দেখার পর ফরিদ বললো বন্ধু গাছে জাম পাকছে চল হলে জাম খাবো। আজকে গেলাম নাহ। আজকে বন্ধু একেবারে চলে গেলো। এখন জাম খাওয়াবে কে!’

You might also like
Leave A Reply

Your email address will not be published.