বাকৃবি প্রতিনিধিঃ ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড-২০২২’ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো আব্দুস সামাদ। সম্প্রতি তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে মো আব্দুস সামাদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কৃষি বিজ্ঞান অধিক্ষেত্রে দেশের মধ্যে নির্বাচিত ২ জনের মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের মো আব্দুস সামাদ এই সম্মানে সম্মানিত হয়েছেন। সম্মাননা প্রদান অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে ৩ লাখ টাকা, সার্টিফিকেট ও ক্রেস্ট দেওয়া হয়।
পদক প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে মো আব্দুস সামাদ বলেন, ‘ আমি এই অ্যাওয়ার্ড প্রাপ্তদের মধ্যে একজন হতে পেরে নিজেকে খুব গর্বিত মনে করছি। এটা সত্যিই অনেক আনন্দের। মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে এই অ্যাওয়ার্ড গ্রহণ অনুভূতি সত্যি অসাধারণ আর শ্রেষ্ঠ অর্জন বলে আমি মনে করি। এই অ্যাওয়ার্ড শুধু একটি প্রাপ্তি নয় এটি এটি অনন্য মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি ও অনুপ্রেরণা। শুধু তাই নয় এই অ্যাওয়ার্ড যেমন সকলকে অনুপ্রেরণা দিবে, তেমনি শিক্ষা ক্ষেত্রে শিক্ষার্থীদের কে আরও উদ্যমী করে তুলবে। পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শিক্ষা ও গবেষণা ভাবনা সম্পর্কে সম্যক জ্ঞানলাভ করতে পারবে।’
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষা ও গবেষণা ভাবনায় পরবর্তী প্রজন্মকে উজ্জীবিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উদ্যোগে কৃষি বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, কলা ও মানবিক, ব্যবসায় শিক্ষা, আইন, চিকিৎসা বিজ্ঞানসহ মোট ১৬টি অধিক্ষেত্রে দেশের অভ্যন্তরীণ সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত ২২ মেধাবী শিক্ষার্থীকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড-২০২২’ প্রদান করা হয়।