মো. রাকিব হোসেন
বাস্তবতা যখন কল্পনায়,
নতুন নতুন ভাবনায়,
বার বার খুঁজি তোমায়।
আজ অথবা কাল,
ফিরে আসবে না গতকাল,
কবে আসবে সেই বিকাল।
ধূলিকণার উজ্জ্বলতার মাঝে,
ক্ষীণ আলো ; উদারতার মাঝে,
দেবে একটু ঠাই ; কল্পনার সাজে।
পর কি আপন হওয়ার নয়?
কল্পনা কি বাস্তবতার শত্রু হয়?
এসব ভাবনার মাঝে ভয় হয়।
দেখা হবে কবে ঐ মানুষটির সাথে,
হবে না কোনো স্বার্থপরতার স্বার্থে,
থাকবে আনন্দ-সুখ পূর্ণতার সাথে।
সময় হয়তো এখনও আসেনি,
ভালোবাসা তাই পাইনি,
আশা-প্রত্যাশা এখনও হারাইনি।
সবকিছু নিয়ে জীবন বলে,
হাসি-খুশিকে কল্পনায় তুলে,
বাস্তবতা একটু নিষ্ঠুর বলে,
এটিকে(বাস্তবতাকে) দূরে রাখি হাসির ছলে।
তবে এখনও মন বলে,
যদি হয় দেখা,
কেটে যায় যদি ব্যবধান-সীমারেখা।
আসতেও তো পারে জীবনে ভালোবাসা,
তাই এটাই(ভালোবাসা) এখন শেষ আশা।
-শিক্ষার্থী, মার্কেটিং বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।