তুরস্কের প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। রোববার (১৪ মে) উসকুদারে নিজের ভোট প্রদান করেন এরদোয়ান। তুরস্কের যে অংশটি এশিয়ায় পড়েছে সেটির সবচেয়ে বড় নগর হলো ইস্তাবুলের উসকুদার।
একই কেন্দ্রে ভোট প্রদান করেন এরদোয়ানের স্ত্রী এমিনি। প্রেসিডেন্ট ও তার স্ত্রী ভোট দিতে আসার আগেই ওই কেন্দ্রে হাজার হাজার কর্মী উপস্থিত হন। তারা ওই এলাকাটি বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন।
অপরদিকে এরদোয়ানের সাবেক মিত্র ও সাবেক প্রধানমন্ত্রী আলী বাবাচান রাজধানী আঙ্কারায় নিজের ভোট প্রদান করেন। বাবাচান মধ্য-ডানপন্থি ডেমোক্র্যাসি অ্যান্ড প্রোগ্রেস (ডিইভিএ) পার্টির নেতা।
এবারের নির্বাচনে এরদোয়ানকে হারাতে যে ছয়টি দল এক হয়েছে তার মধ্যে অন্যতম হলো বাবাচানের ডিইভিএ পার্টি। এই ছয় জোটের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, যদি তাদের মনোনীত প্রেসিডেন্ট পদপ্রার্থী
Turkey’s president Erdogan votes in Istanbul- @itamargalit pic.twitter.com/hfL8q5pBjh
— Heedo Abu Laban | عبد الحميد | 𓂆 (@HeedoAbuLaban) May 14, 2023