নিজস্ব প্রতিবেদক: এনটিআরসিএ এবার সদ্য সমাপ্ত ১৭তম নিবন্ধন পরীক্ষার ফলাফল আগামী দুই মাসের (৬০ দিন) মধ্যে প্রকাশের টার্গেট নিয়ে অগ্রসর হচ্ছে। সেই হিসাবে চলতি বছরের জুলাই মাসে প্রকাশ হতে পারে ১৭ তম নিবন্ধন পরীক্ষার ফলাফল।
গত শুক্রবার ও শনিবার দেশের লক্ষাধিা পরীক্ষার্থীর অংশগ্রহনে ১৭তম নিবন্ধন পরীক্ষা সমাপ্ত হয়। উল্লেখ্য, ১৬তম নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ করতে প্রায় একবছর সময় লাগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ)। সেই বিষয়টি মাথায় রেখে এবারের ফলাফল প্রকাশের টাইমলাইন নির্ধারণ করলো কর্তৃপক্ষ।
এ বিষয়ে এনটিআরসিএ সচিব মো. ওবায়দুর রহমান জানান, আমাদের বিধান আছে ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করার। সে লক্ষ্য নিয়েই কাজ চলছে। তবে নানা বাস্তবতার প্রেক্ষিতে ৪৫ দিনে হয়ত রেজাল্ট প্রকাশ করা সম্ভব নয়। তবে ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছি আমরা।
এসটিআরসিএ সংশ্লিষ্ট সূত্রে জানা যাচ্ছে, আগামী ৬০ দিনের মধ্যে ১৭তম নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশে প্রস্তুতি শুরু হয়েছে। ইতোমধ্যে পরীক্ষার খাতা পরীক্ষকদের কাছে পাঠানো শুরু হয়েছে।
বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়নের সংশোধিত বিধিমালা অনুযায়ী, লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ৪৫ দিনের মধ্যে ফল প্রকাশের বাধ্যবাধকতা আছে। তবে অনিবার্য কারণে ৪৫ দিনে সম্ভব না হলে ফল প্রকাশের সময় আরও ১৫ দিন বাড়ানোর সুযোগ আছে। সর্বপরি বিধান অনুযায়ী ৬০ দিনের মধ্যে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করতে হবে। সেই হিসাবে ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশের ৬০ দিন পূর্ণ হবে আগামী ৪ জুলাই।
উল্লেখ্য, করোনা মহামারির প্রকোপে সব কিছু বন্ধ থাকায় ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশে প্রায় এক বছর সময় লেগেছিল।