The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪

জবি প্রেসক্লাবের নির্বাচন ১১ মে

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কর্মরত বিভিন্ন গণমাধ্য‌মের প্রগতিশীল চিন্তাধারা, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির সাংবাদিকদের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের (জবি প্রেসক্লাব) নির্বাচন বৃহস্পতিবার (১১ মে) অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার সংগঠন‌টির বর্তমান সভাপ‌তি ও নির্বাচন সমন্বয়কারী মো. মোস্তাকিম আহমেদ এ তথ্য জানিয়েছেন।

তি‌নি বলেন, ‘জবি প্রেসক্লাব বঙ্গবন্ধুর আদর্শে গড়া এক‌টি সাংবাদিক সংগঠন। সত্য প্রকাশে প্রেসক্লাব কখনো আপোস করে না। এরই ধারাবাহিকতায় প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে আগামী ১১ মে নতুন কমিটি গঠন করতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

তিনি আরও বলেন, এরই মাঝে ভোটার তালিকা প্রকাশ ও মনোনয়ন ফরম গ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের চতুর্থ তলায় ৪০৪ নম্বর কক্ষে ভোটগ্রহণ হবে। একই দিন বেলা সাড়ে ৩টায় ভোটের ফল প্রকাশ করা হবে।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার ও সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইমরান আহমেদ বলেন, ‘নির্বাচন সকলের সহযোগীতায় অবাধ, সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। নির্বাচিত নেতৃত্ব সংগঠনকে আরও বেশি গতিশীল করবে বলে আশা করি।’

সাকিবুল ইসলাম/

You might also like
Leave A Reply

Your email address will not be published.