রাবি প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নির্দেশে এবার কৃষকের দেড় বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ।
সোমবার (১ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার পবা উপজেলার মহানন্দাখালি গ্রামের কৃষক খিজির আলীর জমির ধান কেটে বাড়িতে তুলে দেন তারা। এতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু।
ধান কেটে দেওয়া প্রসঙ্গে ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নির্দেশে অসহায় কৃষকের ধান কেটে দিয়েছি। খিজির আলী শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছিলেন না। পরে আমরা জানতে পেরে তার ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছি।’
ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘দেশের মানুষের দুঃখ-কষ্টে, বিভিন্ন দুর্যোগে সব সময় ছাত্রলীগ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী তাদের নিজ নিজ এলাকাতেও কৃষকের ধান কেটে সহায়তা করেছে। আমাদের এই কাজের ধারা অব্যাহত থাকবে।’
ধান কাটার সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি জাকিরুল ইসলাম জ্যাক, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু, গণযোগাযোগ বিষয়ক সম্পাদক মোস্তাফিজ বাবু, সোহরাওয়ার্দী হল শাখার সাধারণ সম্পাদক নাইম ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।