টান টান উত্তেজনার এক ম্যাচে স্বাগতিক চেন্নাইকে হতাশ করে জয়ের নায়ক হন সিকান্দার রাজা। শেষ বলে দরকার ছিল ৩ রানের। অথচ শেষ বল নাকি খেলতেই চাননি রাজা!
রোববার (৩০ এপ্রিল) চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে শেষ বলের আগে হঠাৎ দেখা যায়, আম্পায়ারের কাছে গিয়ে কিছু একটা বলছেন ব্যাটিং প্রান্তে থাকা সিকান্দার রাজা। দেখে মনে হচ্ছিল, তিনি ওঠে যেতে চাইছেন। যদিও তার আবেদন কানে তোলেননি আম্পায়ার। ফলে আবার ব্যাট করতে যান তিনি।
শেষ বলে দরকার ৩ রান। সেই বল ফাইন লেগ অঞ্চলে মারেন সিকন্দর। বল বাউন্ডারি পার না হলেও দৌড়ে ৩ রান নিয়ে নেন দুই ব্যাটার। সিকান্দারের ব্যাটের ছোঁয়াই ম্যাচ জেতে পাঞ্জাব। দলকে জেতানোর পর মাঠে নেমে অন্য ক্রিকেটাররা রাজাকে জড়িয়ে ধরে উল্লাস করেন।
কিন্তু শেষ বলের আগে কী এমন ঘটেছিল যে ওঠে যেতে চেয়েছিলেন রাজা? ম্যাচ শেষে নিজেই জানালেন তার কারণ। বলেন, ‘আমি দেখছিলাম সাজঘর থেকে অনেকে হাত নেড়ে কিছু একটা বলার চেষ্টা করছে। আমার মনে হয়েছিল, আমাদের মধ্যে একজন ব্যাটারকে তুলে নতুন ব্যাটারকে নামাতে চাইছে ওরা। সেটাই আম্পায়ারকে গিয়ে বলি। কিন্তু শেষ পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি। আমরাই ম্যাচ শেষ করি।’